আমার বাবা

আমার বাবার কখনো ক্লান্ত লাগে না
নিরলস পরিশ্রম সারাদিন করতে থাকেন তার সন্তানদের ভালো রাখবে বলে ।
আমার বাবার কখনো তার ব্যবহৃত মোবাইল ফোনটা পুরোনো হয় না!

মাত্র ১৫০০ টাকায় কেনা মোবাইল ফোনটা গত পাঁচ বছর যাবৎ দেখছি,
মোবাইল ফোন কেনার কথা বললেই আমার বাবা বলে এটাই তো চলেছে নতুন করে দরকার নেই ।
আমার বাবার ২টা শার্টের উপরে শার্ট নেই
অথচ তার সন্তানদের জামা কাপড়ের কমতি তিনি রাখেননি ।

আমার বাবার জুতো কখনো পুরোনো হয় না
জুতো কেনার কথা বললেই বলে সেই টাকা দিয়ে বরং এবার তোমার পছন্দের জামাটা কিনে দেই, পরে আমি নেবো!
কিন্তু আমার বাবার পরের সেই সময়টা আসেনা ।
আমার বাবার নিজস্ব কোন ইচ্ছে নেই,কোন স্বপ্ন দেখেনা নিজেকে নিয়ে,
অথচ তার সন্তানদের কোন ইচ্ছে বা স্বপ্ন অপূর্ণ রাখেননি ।

আমার বাবা আমার স্বপ্ন পূরনের এক অফুরন্ত ভান্ডার,
এক জীবনে নিঃস্বার্থ ভালবাসা মেলে না এই বাবা ছাড়া কোথাও আর ।

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url