Breaking News

পার্থক্য

তুমি প্রেমে পড়েছিলে
আর আমি ভালোবেসে ছিলাম।
তুমি মিথ্যা মোহের জালে বেঁধেছিলে
আর আমি মায়ার জালে আটকে ছিলাম।
তুমি প্রয়োজনে প্রিয়জন করেছিলে
আর আমি প্রিয়জন ভেবে তোমার সব
প্রয়োজন মিটিয়ে গেলাম।

তুমি হাতে হাত রেখে স্পর্শ খুঁজেছিলে
আর আমি খুঁজেছিলাম বিশ্বাস।
অথচ সব যেন নিমিষেই ভেঙে গেল
দিন শেষে রয়ে গেল শুধু একটা দীর্ঘশ্বাস।
তুমি চাইলেই পারতে থেকে যেতে
শুরু থেকে শেষ, যৌবন থেকে বার্ধক্য
কিন্তু না, আমাদের মাঝে তো সবকিছুতেই
যেন ছিল বিস্তর পার্থক্য।

তুমি প্রেমে পড়েছিলে
আর আমি ভালোবেসে ছিলাম।
তুমি মিথ্যা মোহের জালে বেঁধেছিলে
আর আমি মায়ার জালে আটকে ছিলাম।
তুমি প্রয়োজনে প্রিয়জন করেছিলে
আর আমি প্রিয়জন ভেবে তোমার সব
প্রয়োজন মিটিয়ে গেলাম।

তুমি হাতে হাত রেখে স্পর্শ খুঁজেছিলে
আর আমি খুঁজেছিলাম বিশ্বাস।
অথচ সব যেন নিমিষেই ভেঙে গেল
দিন শেষে রয়ে গেল শুধু একটা দীর্ঘশ্বাস।
তুমি চাইলেই পারতে থেকে যেতে
শুরু থেকে শেষ, যৌবন থেকে বার্ধক্য
কিন্তু না, আমাদের মাঝে তো সবকিছুতেই
যেন ছিল বিস্তর পার্থক্য।

No comments