Breaking News

দম ফুরানো ফানুষ

কতকথা শেষ,চলে গেলো বিস্মৃতিরর আড়ালে,
কেন তুমি বলো হৃদ মাঝটা নাড়ালে?
ভালোই তো ছিলাম,কেন এলে?

ফানুসের মতো গেলে আবার উড়ে চলে।
আচ্ছা,ফানুসের ঐ আগুন যখন নিভে যায়,
তখন নিচের কেউ একজন তো তাকে পায়।
তুমিও কী সব অভিমান রেখে আসবে ফিরে?
ফানুসের মতো আসবে আমার তীরে?
ফানুস কিন্তু অন্য কোথাও পড়ে,
দূরে চলে যায় কোন এক প্রবল ঝড়ে।

তুমিও কী দূরে গিয়ে আমার শহরে আসবে?
আমাকে বুকের মাঝে রেখে অল্প ভালোবাসবে?
তুমি আসার অযুহাতে শহরটা সাজিয়ে দেখেছি,দেখ,
আসতে না পারো,চিঠি তো অন্তত লেখ।
ডাকবক্স না ফেলে হারিয়ো না হুশ,
খুঁজো আমায়,ওহে দম ফুরানো ফানুস।


বুকের গহিনে ।
 
 
কাঠ গোলাপ আর পদ্মার গল্প
তাকে দিয়েছিলাম কাঠ গোলাপের গল্প ।
শ্রাবণ ধারায় ক্রমাগত ভিজে ভিজে
কাঠ গোলাপের সুবাস ছড়ানোর গল্প ,
ভাঙা ভেলায় ভেসে যাবার কল্পনা ।
পাড় ভাঙ্গা উত্তাল পদ্মা ও একদিন বুক উঁচিয়ে তুলে দেয় চর ,
চরে বাঁধে বাসা বালিহাঁস ।
বালিয়াড়ি ঢাকা পরে কোমল কচি সবুজে ।
তুমি নীল শাড়িতে নীলাঞ্জনা হয়ে বসে দেখো মেঘের খেলা ,মেঘের ভেলা ।
বৃষ্টির মায়া ।
সবুজ ঘাসের উপর তোমার নগ্ন পা লিখে যায় কবিতা ,
নব জন্মে ভরে যায় সাদা খাতা ।
ঝড়ে পরা কাঠ গোলাপ এলোমেলো খেলা করে ঘাসে , তোমার পায়ে ।
কোন কোন ভালবাসা অবহেলায় ও ঠাই পায় ।
পায়ে ঠেলে বাসি কবিতা ।
চাতক ভালবাসা রত্ন পাথরের মত যত্ন করে রাখে গভীরে ,
 

No comments

info.kroyhouse24@gmail.com