Breaking News

এক্কা-দুক্কা প্রেম

আমরা এক্কা-দুক্কা করে আবার প্রেমে পড়বো।

আজকাল আর এই আধেক প্রেমে কেমন যেন একটা স্যাঁতস্যাঁতে ভাব চলে এসেছে।
দিনের এক-তৃতীয়াংশ সময় মুঠোফোনের দিকে তাকিয়ে থেকে,
আমাদের চোখে ছানি পড়ে যাচ্ছে,
জং ধরে যাচ্ছে আমাদের মনে।
বেড়ে যাচ্ছে মনোমালিন্যতা।
প্রকৃতি আমাদের অভিশাপ দিচ্ছে দিনের পর দিন।

এজন্যই আমরা আবার এক্কা-দুক্কা করে আবার প্রেমে পড়বো।

যেভাবে নব্বই বা আশির দশকে প্রেমিক প্রেমিকারা প্রেম করতো।
ঠিক সেভাবেই আমরা আবার নতুন করে প্রেমে পড়বো।

আমরা না হয় সপ্তাহ খানেক পর পর একটা-দুইটা চিঠি আদান প্রদান করবো।
এক্কা-দুক্কা করে এগিয়ে নেব আমাদের প্রেম।

কোনো এক বিকেলে..
লুকিয়ে আমরা ছাদে যাবো।
যখন পুরাতন অ্যান্টেনার উপর জোড়া কবুতর বসে থাকবে পাশাপাশি।
তখন আমরা দুইটা বিপরীত ছাদ থেকে দেখব,আর থেকে থেকে মুচকি হাসবো ।

লোক চক্ষুর ভয়ে,
আমরা দুজন, দুজনের হাতে দুটো বই নিয়ে দাঁড়িয়ে থাকবো।
হঠাৎ করে দু-চার লাইন পড়ে শুনাবো একে অপরকে।
কারন আমরা এক্কা-দুক্কা করে এগিয়ে নেব আমাদের প্রেম ।

আনমনে একসাথে নীল আকাশে দেখবো ধূসর মেঘ আর চাঁদের লুকোচুরি।
তখন আমরা আবার নতুন করে প্রেমে পড়বো।

তারপর গোধূলি বেলায় সূর্য যখন ডুবোডুবো,
আমরা ঘরে ফিরে যাবো,নীরে ফেরা পাখিদের মতো।

আমরা না হয় এভাবেই এক্কা-দুক্কা করে এগিয়ে নেব আমাদের প্রেম।

No comments

info.kroyhouse24@gmail.com