এক পৌষের সোমবার

এক পৌষের সোমবার

হৃদয় যখন পৌঢ়ত্বে ঠিক, টুপ করে আপনাকে ভালোবেসে ফেলেছি
পদ্ম পাতায় জল রেখে ভুলে যাই খোপার ফুল
অবসরে আপনাকে ভাবতে বসে ভোরের সংসারভরা কতোশতো ভুল।
দাদাকে আমি পৌষের সাতের কথা বলেছি,
সাপ্তাহিক বার আমার মনে রাখতে না পারায় ঠিকঠাক কোনো কাজই রূপায়িত হয় না,
লোকমুখে সোমবারের কথা শুনলে শুধু দু’ দণ্ড থমকে দাঁড়াই।
আমাদের প্রথম দেখায় ফ্রয়েডের শব্দ নিয়েছিলো নতুন মোড়
ঘাসের ভিতরে ফিরোজা রঙা নিয়তি শাড়ি জড়িয়ে সশরীরে
হৃদয়ের বিশ্বাসে মাছরাঙা পাখি ডানা ঝাপটালে
আপনাকে আসনে বসিয়েছি সেতারার সুরে বালুকার চরে।

আপনাকে দেখেছে জ্যোৎস্না,পেয়ালার চা,আঙুলের আগুন
আঙুল ছোঁয়ায় আমি অন্ধকার অতীত পেছনে রেখে হেঁটেছি;
দীপশিখা জ্বেলে বসেছি অন্তহীন অপেক্ষায়
জন্মান্তরের সাঁকো পেরিয়েই দেখা হলো আবার।
শীতের সন্ধ্যা,অচেনা পথ,শহর,সময়ের স্রোত
শুভ্রতার কাঁটাতার পেঁচিয়ে নিয়েছি হৃদয়ে, নরম ব্যথা
সূর্য নেই,আলো নেই, দেখা নেই
ফের আপনার স্তব্ধতায় পটচিত্র আঁকা।

আপনাকে যদি পাই
নদীর স্রোত হবো,ইতিহাস হবো,প্রেমিকা এমনকি নারী হবো।
কোনো উৎসবের মতো আপনি সাপ্তাহিক কোনো বারে হারিয়ে যাবেন না,
খুঁজে পেতে জন্মান্তর হয়ে যাবে
কেননা_
সাপ্তাহিক বার আমার মনে থাকে না।
সমস্ত ক্লান্তি শরীরে জড়িয়ে উপোস শেষে যদি আপনাকে পাই,
আপনি চোখের অফুরান জল!
শুভ্র,আমার পৃথিবীতে আর কেউ নেই
আপনাতে অন্নলোভাতুর আত্মস্থ হবো।

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url