Breaking News

ভুলে গিয়ে ভালো থাকা যায় না

ভুলে যেতে চাইলেই কি আদৌ ভোলা যায়,
তুমিই বলো-
ভালো আছি বলেই কি আদৌ ভালো থাকা যায়,
তুমিই বলো।

যেখানে একসাথে বসে প্রতিটা সুন্দর সকাল দেখবো বলে কথা ছিল,
সেখানে আমাদের কেন বিচ্ছেদ হলো!

ভুলে যেতে চাইলেই কি আদৌ ভোলা যায় বলো!
“প্রিয়” নামে ফোনে যে নাম্বারটা সেভ ছিল,
তা ডিলিট করলেই কি,
মন থেকে মুছে যায় বলো!
জিরো ওয়ান সেভেন নাম্বার টা কি মুখস্ত নয়?

গ্যালারি থেকে প্রিয় ছবি গুলো ডিলিট দিলেই কি,
তা মন থেকে মুছে যায় বলো!
চোখের পাতা বন্ধ করতেই,
চিরচেনা প্রিয় মুখ চোখের পাতায় কি ভেসে উঠে না?

কোন এত পড়ন্ত বিকেলে,
চায়ের কাপের চুমুকে,
ফেলে আসা পুরনো দিন
আমাদের সোনালী অতীত কি মনে পড়ে না?

ক্যালেন্ডারের পাতায় গোল করা প্রিয় দিন,
এখন কি আর চোখে পড়ে না!
নাকি ধুলো জমে ঢাকা পড়ে গেছে?
গোলাপটা শুকিয়ে নাহয় ডায়েরির পাতায় চাপা পড়ে আছে।

তুমি -আমি আমাদের আর কোনদিন দেখা হবে না,
সে কথা মনে পড়লে কি চোখ ঝপসা হয় না!
চোখের কোনে আনমনে একটু খানি জল পড়ে না?

ব্যস্ততার ফাঁকে,দিনের শেষে
কিছুই কি মনে পড়ে না?

অনেক চেষ্টা করে দেখলাম-
আসলে কিছুই ভোলা যায় না।

ভালো আছি,ভালো আছি বলে
প্রিয় মুখ ভুলে ভালো থাকা যায় না।

No comments

info.kroyhouse24@gmail.com