তুমিই শুধু কৃষ্ণচুড়া - মোঃ হসিন সাইন

আমার আকাশ ভরপুর নয় তারায় তারায়,
তোমার চাঁদ সে আকাশে আলো ছড়ায়।
আমার বাগান ফুলে ফুলে ভরপুর নয়,
সেথায় শুধু তোমার গোলাপ সুগন্ধময়।

আমার বনে তুমিই শুধু কৃষ্ণচুড়া,
তুমিহীন সব কবিতা ছন্দহারা।
আমার রাজ্যে তুমিই আমার একলা রাণী,
তোমায় দিলাম আমার অধম হৃদয়খানি।

রাত্রি জুড়ে তুমিই আমার স্বপ্ন শুধু,
তুমিহীন আমার হৃদয় শূন্য, ধু…ধু…
তুমি আমার বিষম শীতের কোমল চাদর,
তুমি আমার বিষন্নতায় আলতো আদর।

বৃষ্টি শেষে তুমিই আমার রংধনু যে,
তোমায় খুঁজি বসন্তে সব ফুলের মাঝে।
তুমি আছ সকাল-বিকাল, রাত-দুপুরে,
তুমি আছ আমার সকল হৃদয় জুড়ে।

তুমি আছ আমার শুরু আমার শেষে,
আমরণ আমায় রেখো তোমার দেশে।
আমি আছি, থাকবো
সর্বদা তোমারই পাশে।

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url