অর্ধাঙ্গীনি হতে চেয়েছি

তুমি কখনোই আমাকে ঠিকঠাক ভাবে বুঝে ওঠো নি,
আমি তোমার অর্ধাঙ্গীনি হতে চেয়েছিলাম
প্রেমিকা হতে চাই নি।
কিন্তুু তুমি তা কখনোই বুঝো নি।

শুধুমাএ বৃষ্টিতে ভেজার আনন্দ উপভোগ করবার জন্য আমি তোমাকে পাশে চাইনি,
বরং প্রচন্ড ঝড়ের মধ্যে বজ্রপাতের শব্দ শুনে-
তোমার বুকে মাথা গুঁজে রাখতে চেয়েছিলাম।
আমি তোমাকে প্রেমিক হিসেবে চাইনি,
সারাজীবনের সঙ্গী হিসেবে চেয়েছিলাম ।
কিন্তুু তুমি কখনোই বুঝোনি!

ফাঁকা রাস্তায় রিকশায় চড়ে ঘুরে
তোমার সাথে কাটানো মুহূর্ত গুলো তারাতারি শেষ করতে চাইনি,
বরং ট্রাফিক জ্যাম হলে আমি মনে মনে খুশিই হতাম।

তুমি বরাবরই আমার রাগ দেখেছো,
রাগের পেছনে লুকায়িত অভিমান দেখো নি-
অভিমানের কারন খুঁজোনি।
তুমি কখনোই আমাকে ঠিকঠাক ভাবে বুঝে ওঠোনি।

আমি শুধুমাত্র তোমার সফলতার শুভাকাঙ্ক্ষী হতে চাই নি,
তার সাথে তোমার ব্যর্থতার সান্ত্বনাও হতে চেয়েছিলাম।
কিন্তুু তুমি তা কখনোই বুঝো নি!

তোমার প্রচন্ড জ্বরের সময়, নিজের যত্ন নিও বলে বিরতি দিতে চাই নি,
বরং তোমার কপাল ছুঁয়ে দেখতে চেয়েছিলাম ।
কিন্তুু তুমি আমাকে থামিয়ে দিয়েছো দূর থেকেই
কখনো তোমাকে গভীর ভাবে জানতে দাওনি।
তুমি কখনোই আমাকে ঠিকঠাক ভাবে বুঝে ওঠোনি,
আমাকেও বুঝতে দাওনি!

তুমি আমার ন্যাকামো দেখেছো,
সত্যিকার অনুভূতি দেখো নি।
সত্যি তুমি আমাকে কখনোই ঠিকঠাক ভাবে বুঝে ওঠোনি।
আমি ব্যর্থ হয়েছি-
আমি তোমাকে বোঝাতে পারিনি।

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url