Breaking News

পৃথিবী আমাদের - নীলকান্ত দাস

এ পৃথিবী আমার, আমাদের
এবং আমাদের সকলের
এখানে যুদ্ধ হয় আবার প্রতিনিয়ত
মানুষে মানুষে কখনো বা মানুষ আর জীবানুতে।
আমাদের আছে বারুদ
আছে চে ডু জে 20 ষ্টেলথ,
এই আমরাই আকাশে উড়াই
আইটি ড্রাগন চরম উল্লাসে।
কিংবা মার্কিন এফ 35
কখনো বা রাশিয়া র সুখোই এস ইউ 57 ।

নিকষ কালো আধার চিরে
চিনের আকাশ জুড়ে যখন
আই টি ড্রাগন এর নৃত্য
ইন্ডিয়ার বাতাসে তখন
রাফ্যাল এর আয়োজন।
আমরা তখন ভুলে যাই, আমরা মানুষ।
এই মানুষের বুকেই নিশানা খুঁজি
এবং প্রতিনিয়ত আয়োজন করি যুদ্বের।
কখনো বা মেতে উঠি আগ্রাসী দখলে
অথবা দাসত্বের শৃংখলে বন্দী করি
আফ্রিকার সবুজ প্রান্তর।

আমরা ভুলে যাই লাদাখ আর রোজাভা
সে তো আমাদের ই, আমরা মানুষ এক,
সে আর নয়তো অন্যকোন প্রাণী র দখলে।

যুদ্ধ থামাও, যুদ্ধ নয় আর মানুষে মানুষে
ভালবাসা হোক তুমার হাতিয়ার
হ্রদয়ের বন্ধনে জেগে উঠুক পৃথিবী
যুদ্ধ হোক এবার অদৃশ্য জীবাণু র সাথে।
কলেরা, যক্ষা, ম্যালেরিয়া, প্লেগ,
ফ্লু, ইবোলা, করুনা
যুদ্ধ হোক তাদের সাথে আজ ।
এরা আসে আঘাত হানে নিরবে
এবং এরা আসবেই বারে বারে
ভিন্ন নামে ভিন্ন রুপে
দখল নিতে এই পৃথিবী র।
নিজেকে তখন গুটিয়ে রাখি সংগোপনে
রাত্রির গোহায়।
উহান থেকে রোম, লন্ডন থেকে এমেরিকা,
ফ্রাঞ্চ আর জার্মান, পৃথিবী র সমস্ত আকাশ জুড়ে
আজ করুনা র তান্ডব
থমকে আছে জীবন, থমকে গেছে পৃথিবী।

বসন্তের লাল কৃষ্ণচুরা ঝড়ে যায়
ক্রন্দসী প্রিয়ার নিরব প্রতিক্ষায়
বৃষ্টি ভেজা সন্ধ্যা গুলো বয়ে যায়
বর্ষার প্রথম কদম ঝড়ে যায়
ছুয়ে দেখতে পারি না
ভুলে যাই ভালবাসার উষ্ণ আলিঙ্গন
সদা ভীত আর সন্ত্রস্ত মনে,
শেষ বিকেলের পড়ন্ত আলোয়
দেখিনা প্রিয়ার মুখ।
এভাবেই সব ভুলে, সব কাজ ফেলে
সন্তর্পনে বয়ে যায় বেলা
চলে যায় ১৬৫ টি দিন
তবুও আমরা ভীত আর সন্ত্রস্ত
একটা ও যুদ্ধ ঘোষনা করতে পারিনি।।
তবু ও এ পৃথিবী আমার, আমাদেরই সকলের।।

No comments

info.kroyhouse24@gmail.com