Breaking News

মনের না বলা কথাগুলো

ছাদের কোণে জড়োসরো হয়ে বসে থাকি,
মাথার উপর বিস্তৃত খোলা আকাশ
কাচের গুড়োর মতো ছড়িয়ে থাকা তারা।
এখন আর ছেলেমানুষের মতো তারা গুনি না
তাকিয়ে থাকি না চাঁদের দিকে
ঝাপসা চোখে তাকিয়ে দেখি
কোনো এক অজানা দৃশ্য,ধূসর রঙে ভরা।
তবুও আমি বলি,আমি ভালো আছি।

নদীর পাড়ে দাঁড়িয়ে শুনি পাড় ভাঙার শব্দ
যা আর কেউ শুনতে পায় না
শুধু শুনি আমি,মনের কোনো এক গভীর কোণ থেকে,
প্রতি মুহূর্তে খসে পড়ছে হৃদয়ের এক একটি খন্ড,
মিলিয়ে যাচ্ছে শুণ্যে।
তবুও আমি বলি,আমি ভালো আছি।

হাসি কখনো হারিয়ে যায়না
আমার ঠোঁটের কোণ থেকে,
যদিও এ মুখোশের আড়ালে
শেষ কবে হেসেছিলাম মনে নেই…
পৃথিবীর সব কৌতূহলী চোখ আর
কাছের মানুষগুলোর চিন্তা ভরা দৃষ্টি এড়াতে
আমি বারবার বলে যাই,আমি ভালো আছি
আমি সত্যিই অনেক ভালো আছি।

প্রেয়সীর প্রতি

আজ বহুদিন পর খুলেছিলাম
ডাইরির হলদে হয়ে যাওয়া পাতাগুলো।
লেখাগুলো ঝাপসা হয়ে গেছে।
যদিও ব্যাথাগুলো আজও করে আর্তনাদ।
লেখা বন্ধ করেছিলাম অনেক আগে,
যখন আমার দিনগুলো থেকে
তুমি হঠাৎ হারিয়ে গেলে।
যখন নিজের সবটুকু ছিন্ন করে চলে গেলে,
নিজেকে লুকিয়ে অনন্তে।
তখন আমার জীবনের সবটুকু রং ধুয়ে গিয়েছিলো,
তোমার চোখের কাজল মাখা জলে।
শুকনো ফুল আজও ডাইরির পাতায় আছে যত্নে।
শুধু সুগন্ধটুকু নিয়ে গেছো তুমি,
আচঁলের ভাজে মেখে।
তোমার স্মৃতি আজও ধ্রুবতারার মতো উজ্জ্বল,
ছড়িয়ে আছে আমার মনের আকাশে।
আজ ডাইরির পাতা ধুয়ে দেয় চোখের তপ্ত জল,
যে জলে মিশে আছে আমার বুক নিঙড়ানো ভালবাসা।
শুধুই তোমার জন্য।।

No comments

info.kroyhouse24@gmail.com