ঘরে প্রবেশ করার দোয়া
উচ্চারনঃ আল্লাহুম্মা ইন্নি আসয়ালুকা খাইরাল মাওয়ালিজি ওয়া-খাইরাল মাখরিজি বিসমিল্লহি বিসমিল্লাহি ওয়া-লাজনা ওয়া আলাল্লাহি রাব্বিনা তাওয়াক্কালনা।
অর্থঃ হে আল্লাহ্ আমি আপনার কাছে প্রবেশপথের কল্যাণ েএবং বের হওয়ার পথের কল্যাণ কামনা করছি। আমরা আল্লাহর নামে ঘরে প্রবেশ করছি এবং আমাদের প্রতিপালক আল্লাহর ওপর ভরসা করছি।
