ক্রাশের প্রেম

তোমার সাথে আমার একটা সকাল হোক
সাতরঙা একটা সকাল,বৃষ্টির রেশ শেষে যে,
রংধনুর আভায় আলোকিত আকাশ
ঠিক এমন স্নিগ্ধ একটা সকাল।

চায়ের কাঁপে ডুবন্ত বিস্কুটময় একটা সকাল
এমন বৃষ্টি ভেজা দিনে মেঘলাময় আকাশে
তুমি উদাস চোখে বেলকনির কার্নিশে বৃষ্টি দেখো
আমি ঝুম বৃষ্টিতে হাত ছুঁইয়ে তোমার কপোল ভিজিয়ে দিব সন্তপর্ণে।

তোমার সাথে আমার আগুনধরা গোধূলিতে
আবারো দেখা হোক,
এবার আমি নীল-কালো শাড়ীতে সন্ধ্যার আভায় নিজেকে মিশিয়ে তোমার জন্য অপেক্ষার প্রহর গুনবো, এমন একটা সন্ধ্যা হোক যে সন্ধ্যায় পাশা-পাশি নদীর কিনারে বসে আমরা গল্পে মশগুল থাকবো।

তুমি দমকা হওয়ার বেগে আমার উড়ন্ত চুল দেখে
মূহুর্তেই প্রেমে পড়ে যাবে,
মাঝে মাঝে এলোমেলো চুল গুলো পান্চক্লিপে বেধে দিবে, এমন একটা সময় হোক সেটা
যে সময় পৃথিবী সম আগ্রহ নিয়ে
নিদারুণ করুন করে তুমি বলবে,
এবার থেকে টিপ পড়বে, চোখে কাজল দিবে,
নিয়মিত নিজের সাথে আমারো যত্ননিবে।
দূরে থাকার দিনের মুক্তি দিলাম
এবার থেকে আমরা কাছে থাকবো খুব কাছে।

আমার ভুবন ভুলানো হাসিতে তুমি মাতযারা হয়ে
ফিরে যাবে সেই পুরোনো দিনের প্রেমিক তুমি তে।

কিছুই না হোক নতুন,
এবারে শুধু আমাদের পুরোনো প্রেম টাই হোক দারুন।

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url