তোর আমার বৃদ্ধ বয়সের শেষে

বুবু বৃদ্ধ বয়সে যখন আমরা ফোনালোপ করবো, তোর বর আর আমার বউ বলবে তোমাদের আর এই জন্মে ভালো হওয়া হলো না।
আমি, আর তুই ঠিকি উত্তর দিয়ে দেবো, ভাই বোন আত্মার সম্পর্ক, আর এই জন্মে না হয় খারাপ ই থাকলাম।

হ্যাঁ, আমি তখনো ফোনে চুপি চুপি তোর সাথে ঝগড়া করবো আর শেষে তুই হেরে গিয়ে অভিমান করে বসে থাকবি।
আমি না হয় তখন কান ধরে বলবো বুবু, ভালোবাসি খুব।

আমার অবস্থা দেখে, তুই মুখটা আড়াল করে মুচকি হাসি দিয়ে বলবি, তুই এই জন্মে পাগল ই থেকে গেলি।
আমি চুপি চুপি বলবো পাগলের বোন কি ছাগল হয়, তুইও একটা পাগলি।

সেদিন দুজন মন খুলে হাসবো, আসলেই আমরা পাগল নয়তো বৃদ্ধ বয়সে কেউ এমন করে!
আমাদের পাগলামি দেখে না হয় সেই প্রজন্মে আমাদের নাতী নাতনীরা, ভাই বোনের অটুট সম্পর্ক নিয়ে কিছুটা পাগল হবে।

হোক না তাতে ক্ষতি কি, ভাই বোন নামে ভালোবাসার বন্ধনটা হোক পাগল আর পাগলির পাগলামিতে মাতানো।

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url