ভালো থেকো



“ভালো থেকো”
একবুক ভালোবাসা নিয়েও বিনিময় যে অবহেলা দিয়েছো, যে কঠরতার আগুনে বরংবার জ্বালিয়েছো পুড়িয়েছো, অতঃপর একবুক যন্ত্রণা নিয়েও আমি হাসতে ভুলিনি, অভিমানের বাক্সটা বদনামের ধাঁচে মুখটাও খুলি নি,আমি অঘাতের প্রতিঘাতে গা ভাসিয়ে ঘৃনার তাপে তোমাকে পুড়িনি, বরং বার ভালোবাসি ভালোবাসি বলে তোমার সাথে মিথ্যে প্রেমের প্রতারণা করিনি।

তুমি ভালো থেকো চেয়েছি বলেই, পিছুটান রেখেও পিছু টানিনি,আঘাতের ক্ষত গুলো রাত প্রহরে তেল-হলুদ দিয়ে চাপিয়ে দিয়েছি, চাইলে পারতাম তোমার সাথে তোমার মতন অভিনয় করে যেতে,
মিথ্যে ভালোবাসা কিংবা প্রেমের আবদ্ধতায় তোমাকে জড়াতে, ঘৃনা করেও শুধুমাত্র ভালোবাসার অভিনয় করতে করতে তোমাকে অবহেলায় দগ্ধ করতে।

তবে তোমার মতন করে এতটা অসুস্থ প্রতিযোগিতায় আমি নামতে পারিনি, জিতে যেতে যেতে ও আমি পরাজয় মেনে সরে এসেছি৷

প্রেম বলে আর যাই জেনেছি,
তবে বিশ্বাস করো প্রেম মানে প্রতারণা জানিনি।

না পাওয়াতেও নিদারুণ তোমায় পেয়েছি,
এই পেয়েছি বলেই স্মৃতি আকড়ে তোমাকে চাইনি,
ভালোবাসা যা পারেনি, তা আমিও চাইনি।

আমি চেয়েছি কেবল বরং বার চেয়েছি,
সব পাওয়ায় প্রেম না থাকুক অন্তত এই যে এত ভালোবেসেছি তাই সব না থাকায় সম্মান থাকুক।

অন্তত শেষবারে বলার সুযোগ যেন হয়,
“ভালো থেকো”

হ্যা ভালো থাকার সবটা নিয়ে যে চলে যায়, ব্যথার বিপরীতে তাকে সুখ দিয়েই বলতে হয়…..

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url