প্রেমে পড়ি

আমি প্রেমে পড়ি বার বার তোমার!

নিজের ইচ্ছের বিরুদ্ধে ও প্রেমে পড়ে যাই

বার বারকখনো তোমার হাসির প্রেমে পড়ি

কখনো তোমার চোখের চাহনির প্রেমে পড়ি

কখনো তোমার ঐ বুক খোলা শার্টের লোমশ বুকের প্রেমে পড়ি!!

আমি না চাইলে ও তোমার প্রেমে পড়ি

বার বার!কখনো প্রেমে পড়ি তোমার ব্যক্তিত্বে

কখনো তোমার চলনে-বলনে ভিন্ন একটা আকৃষ্টে!

কখনো তোমার চিরল দাঁতের হাসির প্রেমে পড়েমুগ্ধ হয়েছি সে অনেকবার!!

আমি না চাইলে ও তোমার প্রেমে পড়ি বার বার!!

কতবার প্রেমে পড়েছি ——

তোমার ব্যক ব্রাশ করা চুলের মৃদু দোলায়!

প্রেমে পড়ি তোমার কথার ভাষার মুগ্ধতায়!

প্রেমে পড়ি আমার প্রতি তোমার যত্নশীলতায়!

আমি না চাইলে ও তোমার প্রেমে পড়ি বার বার!

আমি প্রেমে পড়ি তোমার ভালোবাসার

তোমার বেপরোয়া ইচ্ছের—–

প্রেমে পড়ি তোমার গায়ের সুগন্ধির মাদকতার!

আমি প্রেমে পড়ি তোমার হঠাৎ ছোট ছোট চাওয়ার

আমি না চাইলে ও প্রেমে পড়ি বার বার!!

আমি না চাইলে ও প্রেমে পড়ি তোমার!!

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url