ভালোবাসা সহজ নয়

ভালোবাসতে নাকি এক বুক সমুদ্র নিয়ে
ভালোবাসতে হয়?
এক আকাশ হৃদয় নিয়ে ভালোবাসতে হয়?
কষ্ট সইবার ক্ষমতা নিয়ে ভালোবাসতে হয়?

ভালোবাসা সহজ নয় কেনো?
ভালোবাসা সহজ নয় কেনো জলের মতো?
শিশুর হাসির মতো?
অথবা দক্ষিণ হাওয়ার মতো?

এক বুক সমুদ্র নিয়ে তো ভালোবাসতে গেলাম,
কিন্তু কেউ বলেনি সমুদ্রের ঢেউগুলো তোমাকে
আছড়ে ফেলবে,
কেউ বলেনি এক আকাশ হৃদয়ও কাউকে ভালোবাসতে কম মনে হবে,
কেউ বলেনি কষ্ট সইতে সইতে তোমার হৃদয়টা
পাথর হবে।

আমি তো সহজ ভালোবাসতে চেয়েছি
চেয়েছি স্বচ্ছজলের মতো ভালোবাসতে’
যেখানে একজন অন্যজনকে আয়নার মতো
দেখতে পাবে,
ভালোবাসা সহজ হবে –
নবাগত শিশুর হাসির মতো,
যেখানে নেই কোনো ছল – চাতুরী…
সহজ হবে দক্ষিণ হাওয়ার মতো,
ভালোবাসার সমীরণে পাবো তাকে সহজ করে।

তোমরা তো সবাই ভালোবাসো কঠিন করে,
আমি না হয় বাসবো ভালো নিজের মতন করে!
ছোট্ট চড়ুই পাখির মতো,
হিজল ফুলের মতো;
টুপটাপ বৃষ্টির মতো সহজ ভালোবাসবো।

ভালোবাসাকে,
ভালোবাসার মতো করে ভালোবাসি।
তোমাদের ভালোবাসা বাসির কাছে আমার নগণ্য ভালোবাসা ঠাঁই পায় না,
হয়তো যোগ্য না এই কঠিন ভালোবাসার কাছে।

এক বুক সমুদ্র আজ মৃতপ্রায়,
এক আকাশ হৃদয় আজ মরুভূমি,,
কষ্টরা আজ অতিষ্ঠ কষ্ট পেতে পেতে।
তবুও কাউকে ভালোবাসা যাইনি মনের মত করে,
কেউ বুঝেনি ব্যাকুল হয়ে কেঁদেছি কেনো?
কেউ জানতে চায়নি চোখ রক্ত জবার মতো লাল কেনো?
কেউ ভাবেনি অসময়ে বৃষ্টি ঝরে কেনো?
গভীর রাতের নিরবতা কেউ শুনতে পাইনি।

কেউ জানেনি, জানতে চায়নি,
কেউ বুঝেনি, বুঝতে চায়নি।

হয়তো ভালোবাসা সহজ নয়
এক বুক সমুদ্র তাই কম মনে হয়,
এক আকাশ হৃদয় কম মনে হয়,
কষ্ট সইবার ক্ষমতা তাই ব্যর্থ মনে হয়।
তবুও মানুষ কঠিন ভালোবাসাকে,
সহজ করে ভালোবাসে না।

“হয়তো সহজ নয়”

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url