কবিতা-অর্তনাদ



দেখেছি আমি সেদিন আমার আত্মার পরাজয়,

দেখেছি আমি সেদিন বেকুলতার সংশয়।

আজো কানে ভেসে বেড়ায়তার মধুর সেই ডাক,

আজো কানে ভেসে বেড়ায়তার আত্মার আর্তনাদ।

বহু বছর হয় চলে গেছে সেআমায় একা ফেলে,

বহু বছর হয় স্মৃতি গুলো শুধু ভাসাই চোখের জলে।

ভালোবাসা কভু যায় না কমেচোখের আড়াল হলে,

ভালোবাসা শুধু মনের গহীনেতাহার কথাই বলে।

জীবন ভাবে কোথায় সেজনহবে কি আর দেখা..?

একটি জীবন যাচ্ছে কেটেতার অভাবেই একা।

তবু হৃদয় ঘরে ভাবনা জুড়ে আজো সে দামিসাড়ে তিন হাত নিচে সে আমার,

সাড়ে তিন হাত উপরে আমি।



কবিতা সম্মাননা
 
সব শব্দ সভ্য নয়
অথবা কবি’র ও আছে ভয়
চয়ন করেন সাবধানে।
প্রেমও ঠিক এমন হয়
অথবা ঠিক প্রেমও নয়
মাড়িয়ে যাও আনমনে।
তুমিও কিন্তু অতি ভীরু
লুকিয়ে রাখো আস্ত মরু
আজো কি কেউজানে?
দাফন যখন বুকের জমি
লুকিয়ে খোঁজো জল তুমি
দৃষ্টি রাখো দূরপানে।
কারো মুখ চেপে বুকে
কারো বুকে মাথা রেখে
আপন গোপন প্রহসনে।

এমন সকল প্রকার কবিতা পড়তে আমাদের ওয়েবসাইট লাভ স্টোরি বিডি তে চোখ রাখুন। 
আমরা সকল প্রকার কবিতা আপনাদের জন্য পোষ্ট করে থাকি আর 
আপনি যদি আমাদের ওয়েবসাইটে আপনার লেখা গল্প বা কবিতা পোষ্ট করতে চান 
তাহলে আমাদের ফেসবুক পেজে যোগাযোগ করুন। 
আমরা আপনার প্রতিভাকে দেশ তথা বিশ্বের কাছে তুলে ধরব। 
আপনাদের সহযোগিতা একন্ত কাম্য।
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url