কবিতা - সমগ্র



বিষ

জলন্ত আগুনের সূত্রপাত তোমার শেষ বেলায় বলে যাওয়া মুখের বচন থেকে শুরু ।

সেটা এখন বেড়ে বেড়ে দাবানলে রূপ নিচ্ছে ।

কখন যেনো কয়লা হয়ে পরে থাকে সব কিছু !

অভিশপ্ত অতীত হয়ে যাবে ,

তোমার আমার জীবনের প্রতিটি মুহূর্তের কথা মেলা হয়ে যাবে বিষাদের সুর ।

রপ্ত করা যাবেনা কোন‌ কিছু তেই !

আমি তো ধরে নিবো হয়তো তোমার প্রতিটি বাণী ছিল কাল কেউটে সাপের ছোবল ।

যার বিষ সহজেই নামানো যায় না ।

পলক

তোমার রেশম কালো কালো চুল ,

হিমেল হাওয়ায় দুলে ।

আমি পলকে পলকে দেখিতোমার নিরবও ছবি ।

তোমার চোখের পোড়া বাড়ি স্বপ্ন দেখে নির্ঘুম।

আমি পারিনা সব ছেড়ে সুখ তুলে ধরি ।

হে নারী

হে নারী, তুমি তো এই ধরাতে এসেছো ভালোবাসা হয়ে।

তোমার জন্য জগত সংসার তোমার জন্যই সব।

তোমার জন্য পুরুষ কাঁদে, পুরুষ হাসে।

মা হিসেবে তুমি করো উৎসব।

হে নারী ,তুমি বাবা-মায়ের রাজ কুমারী ।

নারী তুমি বোন ,ভাইয়ের চোখের মনি ।

কবুল যেদিন বলেছ তুমি , ধরণী তুমি অন্যের ঘরের ।

সংসার কি তুমি বুঝেছ ।

হে নারী,তুমি তোমার আঁচলে রেখেছো সন্তানের জন্য ভালোবাসা ,

পায়ের তলাতে খোদা দিয়েছে বেহেস্ত ।

তুমি কোমল মতি তোমার তুলনা হয়না শেষ ।

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url