অ-তে অমানু

#অ-তে অমানু

স্বরবর্ণের ‘অ’ টার কাছে আমি সব সময়ই বিধ্বস্ত হয়েছি।

ছোট বেলা থেকেই অ তে অংক বিষয়ে আমি ভীষণ দুর্বল ছিলাম,

যখন বুঝলাম অংক মানে যুদ্ধের ময়দান আর আমি নামে মাত্র একজন ভীতু সৈনিক তবুও আমি হিসাব বিজ্ঞানকেই বেছে নিয়েছিলাম

কারণ যেখানে ভয় লুকিয়ে থাকে সেখান থেকেই পথ চলা শুরু করতে হয়।

এই ‘অ’ টার কাছে আমি ভীষণ আঘাতে জর্জরিত হয়েছি।

প্রেমের সম্পর্কে আমি বরাবরই ছিলাম অযোগ্য এবং অপ্রেমিকা,

আমার সব কিছুতেই ছিলো অকারণে ভয় পাওয়া আর ব্যর্থতায় ভরা শত শত অভিযোগ।

এরপর আমিও নিজেকে গুছিয়ে নিলাম সম্পর্কটা থেকে,

অন্যের জন্য কেনো বাঁচবো এত এত আঘাত সয়ে তারচেয়ে বরং নিজের জন্যেই বেঁচে আছি মুক্ত বিহঙ্গের মত ডানা মেলে।

এরপরেও ‘অ’ টার কাছে আমি অসংখ্যবার হোঁচট খেয়েছি।

মেয়ে বলে ব্যবসায়ী হতে গিয়ে বিভিন্ন কথার আঘাতে বুকে রক্তক্ষরণ হয়েছে নির্মম ভাবে।

প্রতিনিয়ত অব্যবসায়ী খেতাব পেতে পেতে হারিয়ে ফেলেছিলাম নিজের উপরে আস্থাটুকুও,

তবুও আমি আবার নতুন করে দৃঢ় মনোবলে হেঁটে এসেছি সেই অদক্ষতার পরিচয় ঝেড়ে ফেলে।

এই ‘অ’ টার কাছে আমি অগণিতবার অসহায় হয়েছি।

রাতের নিরবতাকে সাক্ষী রেখে অঝোরে কেঁদেছি নিঃশব্দে,

এই বন্ধুহীন পৃথিবীতে অসংখ্য সময়ে কাউকে কাছে পাইনি নিজের যন্ত্রণা গুলো সঁপে দিবো বলে।

বিশ্বাসের মূল্য গুলো অনেকেই অবিশ্বাসী হয়েই দিয়েছে তবুও হাসতে শিখেছি, বাঁচতে চেয়েছি।

সবকিছু মেনে নিতে পারলেও অ তে অমানুষ এই উপাধিটা কখনই নিজের সাথে জুটাবো না আমৃত্যু এই কথাটার সাথে সন্ধি করেছি।

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url