স্ববিরোধী উপলব্ধি

স্ববিরোধী উপলব্ধি
আধুনিকতার নামে যে মেয়েটা সালোয়ার ছেড়ে জিন্স প্যান্ট পরে,
তাকে বরাবরই আমার কাছে অসামঞ্জস্যপূর্ণ মানুষ মনে হয়।
পোশাকের রদবদলে কি মেয়ে মানুষ কখনো ছেলে মানুষ হয়?
সালোয়ার কামিজ বা শাড়ী কিংবা বোরকা পড়েই তো বাঙালি নারীদের আসল সৌন্দর্য ফুটিয়ে তোলা যায়।
ছেলেরা যদি জিন্স প্যান্ট ছেড়ে মেয়েদের সালোয়ার পড়ে তখন কিন্তু নারীরাই বিদ্রুপ করবে।
আধুনিকতার নামে যদি কোন মেয়ে কথায়,
কথায় নিজের ভাষার সাথে কিছু বিদেশি ভাষা জুড়ে দিয়ে কথা বলে,তবে তাকে আমার কাছে খুব বিচ্ছিরিকর লাগে।
অথচ আমার মাতৃভাষার জন্য কত মানুষ প্রাণ দিয়ে ছিলো,
যার জন্য আমাদের ভাষা আন্তর্জাতিক মর্যাদাও লাভ করেছে।
আধুনিকতার নামে হাতের নখ নষ্ট হবে বলে যে মেয়েটা রান্না করতে পারে না বলে,
তাকে আমার কাছে পরনির্ভরশীল মানুষ মনে হয়।
রান্না করতে পারাটা বিশেষ গুণের অন্যতম গুণ মেয়েদের।
না পারাটা সত্যিই অদক্ষতার বহিঃপ্রকাশ।
আধুনিকতার নামে যে মেয়েটা বিয়ের পর স্বামীকে নিয়ে আলাদা সংসার পাতে কোন ছোট্ট অথবা বড় ফ্ল্যাটে,
সেই মেয়ে গুলোকে আমার কাছে ভীষণ অসামাজিক মনে হয়।
কারন সংসার তো তাকেই বলে যেখানে শ্বশুর,শাশুড়ি এবং সবাইমিলে সুখ, দুঃখে একসাথে থাকবে জনম ভরে।
No comments