Breaking News

সমঝোতার জীবন

#সমঝোতার জীবন

আমাদের মাঝে আজকাল আর তেমন কথা হয় না।

দাম্পত্য জীবনে মানুষটা নাকি এখন ভীষণ হাঁপিয়ে গেছে!

কত কথা সারাদিন জমিয়ে রাখতাম মানুষটাকে বলবো বলে,

কিন্তু সন্ধ্যার পর যখন অফিস শেষে সে বাসায় ফিরে আসে,

তখন যেনো এক পৃথিবীর সমস্ত বিরক্তির ছাপ তার চোখে মুখে ভীষণ ভাবে ফুটে ওঠে।

আমিও প্রথম প্রথম ভাবতাম হয়তো সারাদিনের অফিসে কাজের তীব্র ধকলে হয়তো প্রচন্ড ক্লান্ত মানুষটা।

অথচ এমন তো সে আগে ছিলো না, অফিস শেষে ফিরেই তো গল্প জুড়ে দিতো,

ছুটির দিনে ঘুরতে নিয়ে যেতো আরো কত কত কি করতো।

যাকে নিয়ে আমি ভীষণ রকমের ব্যস্ত হয়ে পড়ি এখনো,

ঠান্ডা শরবত থেকে শুরু করে পায়ের জুতাটাও খুলে দেই সেই মানুষটার মনের মাঝে এখন অন্য কেউ বাসা বেঁধেছে।

ভাবতেই খুব অবাক লাগে তবুও আমি কি করে মেনে নিচ্ছি এত অবহেলা?

আসলে আমার মত মেয়েদের মেনে নিতে হয় সবকিছু।

প্রথম প্রথম আমিও ভীষণ রাগ করতাম,

মানুষটাকে বুঝাতাম অবশেষে শিশুদের মত করে কেঁদে কেঁদে বাবার কাছে নালিশ করতাম।

বিয়ের আগে যে বাবার বাড়িটা থাকে আমার মত নারীদের সবচেয়ে আপন ঘর,

বিয়ের পর সেই বাড়িটাও আমাদের কাছে হয়ে যায় অনেকটাই পর!

নিজের ঘরটাতেই যেনো আমরা হয়ে যাই মেহমান!

আমার শখের রুমটাতে এখন ভাই ভাবী থাকেন,

তাই চাইলেই এখন অতটাও অধিকার ফলাতে পারি না কারন আমি যে অন্য বাড়ির বউ এখন!

অসংখ্যবার ভেবেছিলাম মানুষটাকে ছেড়ে বহুদূরে চলে যাবো তবুও পারিনি সমাজের নানান লোকের নানান কথার ভয়ে,

জানেন তো এই সমাজে একা একটা নারীর বেঁচে থাকা কতটা ভয়ঙ্কর?

এরপর আমি একজন সন্তানের মা।

একা একা একটা সন্তান মানুষ করা যতটা না কঠিন তারচেয়ে অনেক বেশি কঠিন হচ্ছে সেই সন্তানের কাছে নিজের চরিত্রের সনদপত্র তুলে দেওয়া।

আমার মত নারীর আত্মসম্মানের দোহাই দিতে নেই,

আজকাল মানুষটার ব্যবহারে দারুন পরিবর্তন এসেছেড্রয়িং রুমের সোফায় বসে মেসেঞ্জারে সারা রাত গল্প করার মত একজন মেয়ে জুটেছে।

হয়তো সে মেয়েটা আমার চেয়েও অনেক বেশি আধুনিক!

অবশ্য প্রথম প্রথম মনে হতো এটা বুঝি আমারই ব্যর্থতা,

আমিই বুঝি ধরে রাখতে জানি না মানুষটাকে।

কত কি কি যে করতাম তার মন জুগিয়ে চলার জন্য তবুও ব্যর্থ হয়েছি,

অবশেষে বুঝেছি আমার মত নারীরা একটা সময় খুব অসহায় হয়ে যায়।

একটা নারী যখন মা হয়ে যায় তখন থেকে সে শুধু বেঁচে থাকে তার সন্তানের জন্য,

হাজারো ঝড়ে তছনছ হয়ে গেলেও আবারও সে এগিয়ে যায় তার সন্তানের অনাগত ভবিষ্যতের কথা ভেবে!

তবুও আমার মত কিছু নারীর সম্পর্ক শুধু টিকে থাকে সমঝোতার জীবনে আপোস করে।

No comments

info.kroyhouse24@gmail.com