Breaking News

কবিতার রঙ হবি মেয়ে

তুই আমার কবিতার রঙ হবি মেয়ে?

আমি নাহয় প্রতি লাইনে লাইনে তোকে আঁকবো হরেক রকম শব্দের রঙে।

প্রথম লাইন লেখবো সবুজ রঙে,ফেলে আসা তোর সেই দুরন্ত শৈশবের দিন গুলি!

সেই লাল, নীল ফড়িং এর পিছনে ছুটতে ছুটতে কবে যে কৈশোরে পা দিলি তা তো খেয়ালই করিনি?

কৈশোরের সেই দিন গুলোকে লেখবো চৈতালি চন্দ্রের আলো দিয়ে!

চন্দ্রমল্লীকার গাঢ় রঙ দিয়ে আঁকবো তোর চড়ুই গল্পটাকে।

তুই বরং আমার কবিতার রঙ হয়ে যা মেয়ে।

আমার নানান রঙের ক্যানভাসের মেঘবরণ কেশের ষোড়শী কন্যা!

তোকে ভেবেই কেঁটে গেছে আমার উদাস ফাগুনের দুপুর,

তোকে মনের মত আঁকতে গিয়ে ডুবেছে শ্রাবণের ভরা পুকুর।

এরপর তোর লাস্যময় যৌবনের নিগূঢ় মায়া এঁকেছিরক্তকাঞ্চন আর কৃষ্ণচূড়ার সবটুকু লাল রঙ দিয়ে।

মেয়ে তবুও যেনো রয়ে গিয়েছিলো কবিতার অনেকটাই বাকি।

তুই আমার কবিতার রঙ হবি মেয়ে?

আমি পলাতক হৃদয়ে তোকে বারবার ধারন করি অবশেষে,

তোকে বিষাদে নীলে দেইনি কখনো ছুঁতে,

হলুদ রঙা অলকানন্দায় বেশ মানিয়েছিলো তোকে নির্জনে।

সফেদ সাদাতে তোকে যেনো শুভ্র মেঘের মত মনে হয় মেয়ে।

তুই বরং কবিতার রঙ হয়ে যা মেয়ে,

বেলায় বেলায় আঁকবো তোকে স্নিগ্ধ আবীরে।

No comments

info.kroyhouse24@gmail.com