বাবা তোমাকে ভালোবাসি



আমার যেইদিন জন্ম হয়েছিলো সেইদিন তুমি নাকি প্রথম আযান দিয়েছিলে আমার কানে?

এরপর কোলে তুলে নিয়েই নাকি ডেকে ছিলে আমাকে মা নামে।

তারপর তোমার সমস্ত আদর দিয়ে বুকের গভীরে চেপে ধরতে চেয়েও অতটাও জোড়ে ধরোনি যদি আমি ব্যথা পাই এই ভয়ে!আমার জীবনে প্রথম নাম ডাকটিও নাকি ছিল তোমার উদ্দেশ্যে?

আমি পৃথিবী চিনতে শুরু করলাম তোমার বিশ্বস্ত দুটি চোখে,

কথা বলতে শিখলাম তোমার ভাষাতে,ভালোবাসাতে শিখলাম ধীরে ধীরে তাও তোমার ভালোবাসাতে।

কখনো কোন আবদার করতে হয়নি,

কি করেই যেন বুঝতে আমার চঞ্চল চোখের অস্পষ্ট কথা গুলো?

কি করেই যেন সব ভুলিয়ে দিতে আমার মনের সকল ব্যথা।

মাঝে মাঝে প্রচন্ড অভিমানে চোখে যখন বর্ষায় ভিজতো ঠিক তখনি তুমি কোথা থেকে যেন এসেই বুকে জড়িয়ে ধরে সমস্ত কষ্টকে দিতে তাড়িয়ে।

বাবা তোমার আমার এক অবিচ্ছেদ্য সম্পর্ক! কখনো বলিনি তুমি আমার জীবনে সেই মানুষটা যাকে আমি ভীষণ ভালোবাসি।

তোমাকে কখনো বলিওনি তোমার জন্য আমার বুকের ভেতরটা হুহু করেও কাঁদে।

হাজারো অভাব যখন তোমাকে অসহায় করে দিতো ঠিক তখনো তুমি আমার সম্মুখে থাকতে নির্ভীক।

শরীরের সব রক্ত বিন্দু দিয়েও চাইতে আমার মুখের এক টুকরো নির্মল হাসি,

হ্যাঁ, এই আমিই তবুও কখনো তোমাকে বলতে পারিনি তোমায় ভালোবাসি।

যে রাত গুলোতে আমি ভীষণ জ্বরে ঘুমোতে পারতাম না তখন তুমিও বারবার চোখ মুছতে,

অসংখ্যবার কপালে হাত রাখতে, চুমু খেতে, পবিত্র কোরআনের আয়াত থাকতো তোমার কণ্ঠে। হুট করেই তুমি চলে গেলে না ফেরার দেশে!

অসংখ্য কথা ছিল আমার বাকী বলি বলি করেও যা কখনো বলিনি,

তোমাকে যখন প্রথমবার কবরের নির্জন ঘরে রাখা হলো ঠিক তখনই জানো বাবা,

ঠিক তখনই আমার বুকের ভেতরে শ্বাসটা জেনো বন্ধ হয়ে আসছিলো।

কি যে যন্ত্রণা! কি যে ভয়ঙ্কর সেই ব্যথা তা হয়তো কেউই জানে না।

বাবা তোমার আমার তো রক্তের অবিচ্ছেদ্য সম্পর্ক, তবুও আমাদের পৃথিবী এখন আলাদা।

বাবা, জানো আজো রাতে আমার দম বন্ধ হয়ে আসে।

যদি এমন হতো আকাশের কোন একটি নক্ষত্র হয়ে তুমি আছো তবে রোজ রাতেই আমি তোমাকে ডেকে বলতাম,

ও বাবা তোমাকে ভীষণ ভালোবাসি।

তোমাকে ছাড়া এই পৃথিবীতে ভীষণ ভীষণ একা আমি।

তোমার মত কেউ রাখে না বুকে আগলিয়ে,

কেউ দেয় না গো বাবা আমার কষ্ট গুলোকে তাড়িয়ে।

বুকের ভেতরে তীব্র হাহাকার করে তোমার কোলে মাথা রাখার জন্যে,

শুধু একটা কথাই বারে বার হৃদয়ে রক্তক্ষরণ করেই চলছে কেন কখনো বলিনি বাবা তোমাকে ভালোবাসি,

তোমারই অবিচ্ছেদ্য অংশ এই আমি।

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url