শূন্য অনুভূতি
মনের মাধুর্যতা নিয়ে লিখব,
সেই অনুভূতি এখন মনের অতল গহব্বরে খুঁজে পাইনা।
প্রকৃতির ডানা কাটা পরী এখন আর বলে না,
তুমি সব ছেড়েছুড়ে চলে আসো আমার সন্নিকটে।
আমি তোমার মনকে রাঙ্গিয়ে দিবো আমার সকল মায়ায়।
বাতাস কানে কানে এসে বলেনা তোমার জন্য উড়ো চিঠি নিয়ে এসেছি ।
উত্তর বলে দিও , ফের নিয়ে যেতে হবে তার কাছে ।
যে বসে তোমার প্রতিক্ষায় ,একমুঠো ভালোবাসা নিয়ে !
এখন আর টিনের চালে বৃষ্টির ফোঁটায় ছন্দ তোলেনা !
ঝিঁঝিঁ পোকারাও এখন আর গল্প করেনা আমার সাথে !
এখন আর সাদা কাশফুলেরলাল পরির সৌন্দর্য কবিতায় ফুটিয়ে তুলতে পারিনা !
মনের আকাশে এখন আর রংধনুর আঁকা হয়না !
হাজার স্বপ্নের ভিতর আমার স্বপ্ন গুলোও আমার স্বপ্নেও টোকা দিয়ে যায় না !
ভালোবাসার বহিঃপ্রকাশ এখন আর কবিতার ছন্দে ছন্দে রচিত হয় না!
আমি আবার অনুভূতিশূন্য হয়ে গেছি।
এখন আর কবিতা হাতছানি দিয়ে বলে না আচ্ছা তুমি কি আমাকে ছাড়া থাকতে পারবে!
কবিতাও আমার কাছে আসে না।
No comments
info.kroyhouse24@gmail.com