Breaking News

তুমি নেই

তুমি জিজ্ঞেস করেছিলে কতো বর্ষ অপেক্ষা করতে পারবো তোমার, আমি হেসে উড়িয়ে দিয়েছিলাম। আজ দেখো! সেই তোমার নব্বই দশকের প্রেমিকা সেজে বসে আছি, আর অপেক্ষায় প্রহর গুনছি।

বলতে না,! সেকেলে মেয়ে তোমার বড্ড ভালোলাগে,দেখো! এ যুগের হয়েও আমি সেকেলে সেজে বসে আছি।সেদিন বলেছিলে আমায় লাল-শাড়িতে অপরুপ লাগে,আজ দেখো! লাল- শাড়িতে আমি,

আর তুমি সাদা-কাফনে।আমায় খোলা চুলে দেখে বলেছিলে, খুব মানায় এভাবে, দেখো, আজ আমি চুল খুলেই এসেছি।এই ভাঙা ঘরটা নাকি তোমার খুব পছন্দ,দেখো! এই ভাঙা ঘরে আজ বউ সেজে বসে আছি।

ঠিক যখন কাজল লেপ্টে যেতো আমার তখন বলতে, “ওই কাজল মাখা চোখ আমার নেশা”,দেখো! আজ কাজল লেপ্টে যাওয়ার আগেই লেপ্টে দিয়েছি আমি। আজ সবই তোমার মনের মতো প্রিয়,তবে শুধু পাশে নেই তুমি। আমি তো বলতে চেয়েছিলাম অনেক কিছুই,শুনলে না তো।একটিবার প্রান- খুলে বলতে দিতে,কতোটা ভালোবাসি তোমায়।

No comments