ভালোবাসা পেতে হলে ভালো বন্ধু হতে হয়

আচ্ছা তুই কি আমার গল্প করার সঙ্গী হবি?

নাকি আমার আজগুবি গল্প শুনে ভয়ে পালাবি।

তুই কি বর্ষাকালে ব্যাঙের ডাক শোনার সঙ্গী হবি?

নাকি বিরক্ত হয়ে কানে ইয়ার ফোন গুঁযে দিবি।

তুই কি আমার নদীর পাড়ে বসে ঢিল ছোড়ার সঙ্গী হবি?

নাকি মাছ ধরার নেশায় ছিপ নিয়ে বসে যাবি।

তুই কি আমার রাতের আকাশের তারাগুলো দেখার সঙ্গী হবি?

নাকি ঘুমের ঘোরে আমায় একলা যেতে বলবি।

তুই কি সবসময় আমার সুরক্ষার জন্য পাশে থাকবি?

নাকি বিপদ দেখে হাতটা আলতো করে ছাড়িয়ে নিবি।

ঘুম থেকে উঠে আমার মুখটা যখন তেলতেলে হয়ে রঙটা আরেকটু গাড় হবে, দেখতে পারবি?

নাকি better option এর আফসোসে নিজেকে ভরাবি।

দিনশেষে সব পরিশ্রমের ক্লান্তি নিয়ে যখন এক কাপ কফির আবদার করবো,বানিয়ে দিবি?

নাকি মুখের উপর পারবো না বলে দূরে সরে যাবি।

আচ্ছা বিরক্ত বেলায় এক কাপ গরম চায়ের সাথে আমার সঙ্গী হবি?

নাকি কজের বাহানায় নিজেকে আড়াল করে নিবি।

তুই কি আমার রাত জেগে কথা বলার সঙ্গী হবি?

নাকি চোখে কালি পড়ার ভয়ে ঘুমিয়ে যাবি।

অভিমান করলে কাছে টেনে নিবি?

নাকি আমাকে আমার মতো ছেড়ে দিবি।

বৃষ্টি পড়লে ভিজতে আমার হাত টেনে ছাদে নিয়ে যাবি?

নাকি বোকা বাক্সে চোখ আটকে রাখবি।

আচ্ছা তুই কি আমার সারাজীবন পাশে তগেকে একঘেয়েমি সঙ্গী হবি?

নাকি এ কথা শুনে দূরত্বটা আরও বাড়িয়ে দিবি।

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url