Breaking News

খুলনা স্টেশন থেকে ট্রেন ছাড়ার সময়সূচী

আপনি যদি খুলনা থেকে ট্রেন যোগে যাতয়াত করতে চান তাহলে আপনাকে অবশ্যই ট্রেনের সময়সূচী সম্পর্কে ধারনা থাকতে হবে। কারন বেশির ভাগ মানুষই মাত্র এক দুই মিনিটের জন্যই ট্রেন ফেল করে। তবে আপনার যদি ট্রেন ছাড়ার সময় সম্পর্কে সঠিক তথ্য জানা থাকে তাহলে আপনকে আর ট্রেন ফেল করতে হবে না। আপনদের সুবিধার জন্য খুলনা থেকে ছেড়ে যাওয়া সবগুলো ট্রেনের সময় সুচী দেওয়া হয়েছে।

খুলনা স্টেশন থেকে ট্রেন ছাড়ার সময়সূচী নিচে ছক আকারে দেওয়া হলোঃ-

মনে রাখবেন বাংলাদেশ রেলওয়ে সকল ট্রেনের সময় সূচী যে কোন সময় পরিবর্তন করার ক্ষমতা রাখে।

খুলনা হইতে আন্তঃনগর ট্রেন:
ট্রেন নংনামবন্ধের দিনহইতেছাড়েগন্তব্যপৌছায়
715কপোতাক্ষ এক্সপ্রেসশনিবারখুলনা6:30রাজশাহী12:20
725সুন্দরবন এক্সপ্রেসমঙ্গলবারখুলনা20:30ঢাকা5:40
727রুপসা এক্সপ্রেসবৃহস্পতিবারখুলনা7:15চিলাহাটি17:00
747সিমান্ত এক্সপ্রেসনাখুলনা21:15চিলাহাটি6:20
761সাগরদাঁড়ি এক্সপ্রেসসমবারখুলনা16:00রাজশাহী22:00
763চিত্রা এক্সপ্রেসসমবারখুলনা8:40ঢাকা17:40
3130বন্ধন এক্সপ্রেসশুধু মাত্র মঙ্গলবার চলে ট্রেনটিখুলনা13:30 (BST)কলকাতা18:10 (IST)
খুলনা হইতে মেইল/এক্সপ্রেস ট্রেন:
ট্রেন নংনামবন্ধের দিনহইতেছাড়েগন্তব্যপৌছায়
15মহানন্দা এক্সপ্রেসনাখুলনা11:00চাঁপাইনবাবগঞ্জ21:40
23রকেট এক্সপ্রেসনাখুলনা9:30পার্বতীপুর22:00
25নকশি কাঁথা এক্সপ্রেসনাখুলনা2:00গোয়ালন্দ ঘাট11:00
53বেনাপোল কমিউটারনাখুলনা6:00বেনাপোল8:30
95খুলনা কমিউটারনাখুলনা12:10বেনাপোল14:30

No comments

info.kroyhouse24@gmail.com