কবিতা - তোমার চাহনি

কবিতা – তোমার চাহনি

লেখক-বাসিত আফসান

“বাদামের দানার মতো-দু চোখ তোমার,
আনন্দে সংকুচিত হয়।
কুল হারা স্রোতে-ভেসে যায় আমি,
ঢালে পড়ে ঘুরি-তোমারই চারিপাশে।
যখন তোমাকে পাই-তোমার চোখের তারায়,
বিদ্যুৎ চমকানোর মতো ভাসে।
তোমার অঙ্কুরিত চোখের,
অচিন মায়ায় কৃষাণী নাচে।
তোমার দু’চোখে অষ্টনীর ভাজ,
দুঃখ-দগ্ধ মানবিক ভুলে।
শ্রাবণ মেঘের ছায়া জলে,
জোয়ার ডাকি প্রনয়ের ঘাসফুলে।
তোমার চোখের ভাষা বুঝি বা না বুঝি,
তবু ইচ্ছে মত তাকিয়ে থাকতে মনে হয়।
ষোল বসন্ত ধরে পড়েছি দুচোখ এই,
বুঝেছি তা বুঝবার নয়।
তবু এতকিছুর পরে-মন হয়,
চোখের ভাষায় ভালোবাসা-কথা বলো..
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url