কবিতা - গোলাম রাষ্ট্র

কবিতা – গোলাম রাষ্ট্র

লিখা- আবু তা‌হের
আমি প্রভু তু‌মি ‌গোলাম,
উঠ‌তে বস‌তে কর‌বে সেলাম,
এই হুকুমই ‌তোমায় দিলাম।
ব‌ন্দি তু‌মি বান্দী তু‌মি,
যতই কর ফ‌ন্দি তু‌মি,
‌তোমায় শোষণ কর‌বো আমি।
আমিই রাজা মাজা সোজা,
‌তোমায় রাখ‌বো কুজা গুজা,
চক্ষু তোমার রাখ‌বে বুজা,
আমার ভোজন তোমার রোজা।
‌তোমার ফসল আমি নিব,
‌তোমায় আমি ভূ‌ষি দিব,
ঘাড় বাঁকালে ঘু‌ষি দিব,
‌‌তোমার খু‌শি কে‌ড়ে নিব।
‌দেখ‌বো আমি স্বার্থ আমার,
কে‌ড়ে নি‌য়ে অর্থ তোমার,
কর‌বো ব্যর্থ রাষ্ট্র তোমার।
আমার হ‌বে সকল শিক্ষা,
‌তোমার ত‌রে অ-শিক্ষা,
হাতটা পে‌তে নি‌বে ভিক্ষা,
এটাই তোমায় আমার দীক্ষা।
কলগু‌লো সব আমার হ‌বে,
মলগু‌লো সব তু‌মি পা‌বে,
পাহাড় কে‌টে ঘর বানা‌বো,
তোমর ভূ‌মে জল গড়া‌বো।
‌‌তোমায় আমি বচন দিলাম,
তোমার সকল আব্রু ‌নি‌য়ে,
‌তোমার সকল নিলাম দি‌য়ে,
‌তোমায় আমি কর‌বো গোলাম,
তু‌মি গোলাম রাষ্ট্র‌ গোলাম।
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url