Breaking News

স্বপ্ন ছুঁয়ে দেখা । লেখিকা - মাহাবুবা জাহান

বুক পকেটে ৪টা লাল গোলাপ আর পাশে একটা রং বে-রংয়ের টিপের পাতা, ২ মুঠো লাল কাঁচের চুড়ি একটা আলতা নিয়ে সি.এন.জি ড্রাইভার শফিক বসে আছে সোহরাওয়ার্দী উদ্যানে একটি বেঞ্চে!
এই গুলার সব তার প্রিয় মানুষের অনেক পছন্দের জিনিস।
শফিক ভেবে ছিল এই গুলা দেখে তার পছন্দের মানুষের চোখে পানি চলে
আসবে কিন্তু উল্টা শফিকের চোখের কোণায় পানি জমে আছে।
তার মন কোথায় পরে আছে তা বুঝা গেল না।

আশেপাশে অনেক জোড়ায় জোড়ায় কপত কপতি বসে আছে। এরা সবাই তরুণ- তরুণী নয়।
এখনে নানা বয়সের লোক বসে আছে। ভালোবাসার উৎসবে মেতেছে সবাই।
আর মাতবে ও না কেন?
আজ যে বিশ্ব ভালোবাসা দিবস।
ভালোবাসার জন্য কোন বিশেষ দিনের প্রয়োজন হয় না।
ভালোবাসার প্রকাশ বছরের প্রতিটা দিন করা যায় কিন্তু সারা বিশ্ব এক সাথে
একত্রিত হয়ে আজকে ভালোবাসা দিবস পালন করছে।
প্রিয় মানুষটাকে প্রতিদিন ভালোবাসি বলা না হলে আজকের
দিনে অন্ততপক্ষে একবার ভালোবাসি কথাটা বলা হয়।
শফিক জানতো না আজকের ভালোবাসা দিবস।
কিন্তু সকালে সি.এন.জি নিয়ে বের হবার পর থেকে বুঝতে পারছে আজকে কোন বিশেষ দিন।
চারদিক একটা উৎসব উৎসব ভাব।

বেশীরভাগ মেয়েরা লাল রংয়ের শাড়ি/ কামিজ আর ছেলেরা
লাল রংয়ের পাঞ্জাবী পরে প্রিয়তা/প্রিয়তমার হাত ধরে হাটতেছে।
শফিক মুগ্ধ চোখে দেখছে আর ভাবছে আজকে যদি তার অনেক
টাকা থাকতো তাহলে সে আজকে সি.এন.জি চালাইতো না।
সে ও এই উৎসবে তার প্রিয় মানুষকে নিয়ে যোগ দিত।
শফিকের প্রথম খেপ পেলো একটা ছেলেকে যে লাল পাঞ্জাবী পরে সংসদ ভাবনে যাবে।
হাতে অনেক গুলা গোলাপ আর কিছু উপহারে বক্স।
ভেতরে কি আছে তা জানা গেল না।
শফিক সি.এন.জি চালাতে চালাতে বললো মামা আজকে কি?
সবারে দেখতেছি কি সুন্দর করে সেজে রাস্তায় বের হইছে।
ছেলেটা বলে মামা আজকে ভালোবাসা দিবস।
ভালোবাসার মানুষকে সাথে নিয়ে সারাদিন ঘুরাঘুরি করে, তার পছন্দের উপহার দিয়ে, ভালোমন্দ খেয়ে
তার সাথে সময় কাটানো হলো ভালোবাসা দিবসের উদ্দেশ্য।
শুদু আমরা না আজকের পৃথিবীর সব বয়সের মানুষ তার ভালোবাসার মানুষকে ভালোবাসি কথাটা বলে।
আর ভালোবাসারর মানুষ যে শুধু প্রেমিক-প্রেমিকা হবে তা না।
ভালোবাসারর মানুষ বাবা মা ভাই বোন ও হতে পারে।
বুঝলা?

হ মামা বুঝছি।
আপনি কি মামীর কাছে যাইতছেন?
ছেলেটা হুম তোমার মামী লাল শাড়ি পরে আমার জন্য অপেক্ষা করতেছে।
আজকে আমরা সারাদিন অনেকে জায়গায় ঘুরবো
আর এই যে দেখো ফুল আর তোমার মামীর পছন্দের সব উপহার নিছি।
এই গুলা দেখলে সে অনেক খশি হবে।
আচ্ছা মামা তোমার কেউ আছে নাকি ভালোবাসারর মানুষ?
শফিক লাজ্জা পেয়ে হ শুধু মাথা নাড়ায়।
শফিকের বুক পকেটে রাখা ফুল গুলা কিছু বাচ্চা ছেলে মেয়ে না দেখে এসে শফিকে বলতেছে ভাই ফুল নিবেন? একটা ফুল নেন, আফারে আইজকে(আজ) ফুল দিলে আফা অনেক খুশি হবে।
ভাই ও ভাই নেন না একটা ফুল…

একটা ফুল বিক্রি করার জন্য ৩টা বাচ্চা ছেলে মেয়ে দাড়িয়ে আছে।
দোকান থেকে নিলে একটা ফুলের দাম পরবো ৫০ টাহা(টাকা)
আর আমার থেকে নিলে আপনি খুশি হয়ে যা দেন আমি তাই নিবো।
আর একজন বলে উঠলো ভাই আমার থেকে নেন ১০ টাহা দিলেই হবে।
পাশ থেকে আর একজন বললো ভাই ওর ভুল ছোট আমার গুলা বড় আমার থেকে নেন ভাই।
এই শালা মিথ্যা কথাকছ কেন তোর থেকে আমার ফুল বড় আর তাজা।
শফিক বাচ্চা গুলার কথায় ধ্যান ফিরে পেল। অদ্ভুত দৃষ্টিতে দেখতেছে একটা ফুল বিক্রি করার জন্য ৩টা বাচ্চা রীতি মতো ঝগড়া করতেছে।

শফিক পকেটে থেকে ১০০ টাকা বের করে দিলো ওদের আর সাথে পকেটে থাকা গোলাপ গুলাও দিলো।
বাচ্চা গুলাকে বললো টাকাটা ভাগ করে নেও আর এই ফুল গুলা রাখ।
বাচ্চা গুলা কি থেকে কি যেন বুঝে শফিকের পাশে বসে ভাই আপনার কি অনেক কষ্ট?
বাচ্চাদের কথা শুনে শফিক অবাক হয়ে গেল।
আচ্ছা বাচ্চা গুলার কি বড় মানুষের কষ্ট বুঝার ক্ষমতা আছে???
বাচ্চা গুলা করুন দৃষ্টিতে শফিকের দিকে তাকিয়ে আছে।
মনে হচ্ছে তারা পারলে এখনি শফিকের কষ্ট গুলা মুছে দিবে।

No comments

info.kroyhouse24@gmail.com