Breaking News

আপনি ভেঙে পড়েছেন কেন

আপনি ভেঙে পড়েছেন কেন
অথচ সত্যবাদিতায় যিনি অতুলনীয়, দয়ায় যিনি সেরা, সেই মহান সত্তা আপনাকে ওয়াদা দিয়েছেন,
فَاِنَّ مَعَ الۡعُسۡرِ یُسۡرًا ۙ﴿۵﴾ اِنَّ مَعَ الۡعُسۡرِ یُسۡرًا ؕ﴿۶﴾
‘নিশ্চয়ই কষ্টের সাথে স্বস্তি রয়েছে। নিশ্চয়ই কষ্টের সাথে স্বস্তি রয়েছে।’ [সূরা আল-ইনশিরাহ, ৯৪:৫-৬]
.
মুফাসসিরগণ বলেন, এই দুই আয়াতে কষ্টের কথা দুইবার উল্লেখ থাকলেও কষ্ট মূলত একটাই। কিন্তু ব্যাকরণগত কারণে স্বস্তি একটা নয়, বরং দুই আয়াতে দুটো। অর্থাৎ প্রত্যেক কষ্টেই একের অধিক স্বস্তি আছে। জীবনে যত কষ্টই আসুক, সাথে করে একাধিক স্বস্তি নিয়ে আসে, একাধিক সুসংবাদ নিয়ে আসে। এরপরেও আপনি হতাশ থাকবেন? শুধু কষ্টের কথা চিন্তা করবেন?
.
দেখুন সৃষ্টির সেরা (ﷺ) কী বলেছেন,
عَجَبًا لأَمْرِ الْمُؤْمِنِ إِنَّ أَمْرَهُ كُلَّهُ خَيْرٌ وَلَيْسَ ذَاكَ لأَحَدٍ إِلاَّ لِلْمُؤْمِنِ إِنْ أَصَابَتْهُ سَرَّاءُ شَكَرَ فَكَانَ خَيْرًا لَهُ وَإِنْ أَصَابَتْهُ ضَرَّاءُ صَبَرَ فَكَانَ خَيْرًا لَهُ
‘মুমিনের বিষয়টা সত্যিই আশ্চর্যের, তার সব কিছুতেই কল্যাণ! মুমিন ব্যতীত কারও ক্ষেত্রে এমনটি হয় না। যদি সুখকর কিছু ঘটে, সে কৃতজ্ঞ হয়। ফলে এটি তার জন্য কল্যাণ বয়ে আনে। যদি কষ্টকর কিছু ঘটে, সে ধৈর্যের পরিচয় দেয়। ফলে এটাও তার জন্য কল্যাণ বয়ে আনে।’ [সহীহ মুসলিম, ১৭৫৬৩]
.
কাজেই হতাশ হবেন না। নবীজি (ﷺ)-এর এই হাদীসটিও মনে রাখবেন,
فإن لله ما أخذ وله ما أعطى وكل شيء عنده بأجل مسمى، فلتصبر ولتحتسب
‘আল্লাহ যা কিছু নিয়ে যান, সেটা তাঁরই এবং যা কিছু দান করেন দেন, সেটাও তাঁর। প্রতিটি জিনিসেরই একটা নির্দিষ্ট সময় আছে। অতএব ধৈর্য ধরো এবং পুরস্কারের আশা রাখো।’ [সহীহ বুখারী, ১২৮৪]

No comments

info.kroyhouse24@gmail.com