Breaking News

সত্য ঘটনা অবলম্বনে গল্পঃ খেলাঘর । পর্ব -০৮


অনেকদিন পর স্কুলে এসে অবাক হলাম…স্কুলে নাকি নতুন প্রিন্সিপল স্যার আসছে…আমি ছুটিতে থাকার কারণে জানতে পারি নি…
আগের প্রিন্সিপাল খুব একটা ভালো ছিল না…মেয়েদের দেখলে ছুকছুকানি বেড়ে যেত..বেপারটা আমরা সবাই লক্ষ্য করলেও কেউ কিছু বলতাম না..
তবে আমাদের সাথে কখনো খারাপ আচরণ করে নি….
কিছুদিন আগে……
রেস্ট রুমের বরাবর ক্লাস এ ছিল পাখি..বাচ্চাদের পরীক্ষা চলছে…..তাই সবাই খুব মনোযোগ দিয়ে পরীক্ষা দিতে ব্যস্ত…রেস্ট রুমে কাজ করছিলো স্কুলের আয়া কামরুন্নাহার….আসে পশে কাউকে না দেখে তাকে শারীরিক ভাবে মলেস্ট করছিলো প্রিন্সিপাল…..ঘটনা ক্রমে এইটা চোখে পরে যাই আমাদের দাবাং আপার….তবে সে কোনো রিএক্ট না করে কয়েকটা ছবি তুলে ফেলে….সাথে কয়েক সেকেন্ড এর একটা ভিডিও….
সেই মুহূর্তেই সেটা চলে যাই কমিটির সকল সদস্যদের কাছে..কাকপক্ষীতেও টের পেলো না কত বড় ঘূর্ণিঝড় আসতে চলেছে…
কিছুক্ষনের মধ্যেই স্কুলে হাজির হয় শিশির ভাই আর দুই একজন কমিটির সদস্য….
প্রিন্সিপাল খুব বিনয়ের সাথে তাদের সাথে কথা বলছিলেন…শিশির ভাই এর রাগ যেন আকাশ ছুঁচ্ছিল….শান্ত মানুষ রেগে গেলে ভয়ঙ্কর হয়ে যায়….
সেই রাগের বসেই কিছু উত্তমমধ্যম জুটলো তার কপালে….ঐদিন ই তাকে বের করে দেয়া হয়….
তবে এতবড়ো ঘটনা ঘটানোর পরও পাখি ছিল নির্বাক…এতো যেন আরো বেশি প্রেমে পরে গেলো শিশির ভাই….
এইসব ঘটনা জানতে পারলাম নিশাত এর কাছ থেকে….
এখনো পর্যন্ত নতুন স্যার এর সাথে দেখা হয়নি আমার…না জানি সে আবার কেমন হয়…
(পাখি আর শিশির এর চরিত্র গুলো গল্পের মতো দিতে চাইছি কারোর আপত্তি থাকলে জানাবেন প্লিজ…আর এতো লেট করার জন্য সরি…আমি খুব অসুস্থ…আজ হাসপাতাল থেকে আসলাম…তাই এর চেয়ে বেশি লেখা সম্ভব হলো না….চাইলে বকা দিতে পারেন…কাল থেকে প্রতিদিন পাবেন..একটু ছোট হবে.
চলবে…

No comments

info.kroyhouse24@gmail.com