পশুর প্রতি ভালোবাসা
পশুর হাটে হালকা বৃষ্টি। বৃদ্ধ তার অনেক দিনের পালন করা খাসি দুটি নিয়ে বসে আছে বিক্রির জন্য। বিক্রি বলা ঠিক হবে কিনা জানিনা। আদরের খাসি দুটিকে ছাতা দিয়ে পরম আদরে মুড়ে রেখেছেন বুকে। বৃষ্টি থামলেই হয়তো খাসি দুটি হাতবদল হবে। নতুন কেউ খাসি দুটি নিয়ে উল্লাস করতে করতে চলে যাবে হাট থেকে। বৃদ্ধা তাকিয়ে থাকবে সে দৃশ্য দেখে। দু চার ফোটা চোখের পানি ঝরে পড়বে তার। তারপর ফিরে যাবে বিরস বদনে। ঈদের দিন খাসি দুটি কুরবানী হবে উৎসবের আনন্দে। বৃদ্ধ তখনও চোখের পানি ফেলবে খাসি দুটির মায়ায়।
বুঝতে পারিনা কে দিলো কুরবানী!!
কার কুরবানী আল্লাহ কবুল করবেন!!