হস্তমৈথূনের ফলে যে সব সমস্য দেখা দেয়

অতিরিক্ত হস্তমৈথূন্যের ফলে শক্তি হ্রাস সহ নানাবিদ শারীরিক সমস্যায় ভোগেন।
তারমধ্যে উল্ল্যেখযোগ্য হলঃ
১. শারীরিক ব্যথা এবং মাথা ঘোরা।
২. যৌন ক্রিয়ায় সাথে জড়িত স্নায়তন্ত্র দুর্বল করে দেয় অথবা ঠিক মত কাজ না করার পরিস্থতি সৃষ্টি করে।
৩. শরীরের অন্য অঙ্গ যেমন হজম প্রক্রিয়া এবং প্রসাব প্রক্রিয়ায় সমস্যা সৃষ্টি করে।
৪. দৃষ্টি শক্তি দুর্বল করে দেয় এবং মাথা ব্যাথা সৃষ্টি করে।
৫.হৃদকম্পনে দ্রুততা আসে।
৬. ব্যক্তি কোনো কঠিন শারীরিক বা মানসিক কাজ এর অসমর্থ, তিনি সাধারণত নির্জনতায় থাকতে চেষ্টা করে এবং তার জ্ঞান বৈকল্য হয়।
৭. কেউ কেউ হয়তো তোতলানো এবং কানে কম শোনা রোগে আক্রান্ত হতে পারেন।
৮. দ্রুত বীর্যস্থলনের প্রধান কারন অতিরিক্ত হস্তমৈথুন্য।
৯. হস্তমৈথূন পুরুষাঙ্গে ছিদ্র সৃষ্টি করতে পারে।
১০. হস্তমৈথূনের ফলে হাচি , কাশি কিম্বা জোরে কোত দিলেও লিঙ্গ দিয়ে সাদা ধাতু বের হয়।
১১। যে ব্যাক্তি হস্তমৈথূন করে তার মেজাজ সব সময় খিট খিটে থাকে। ভালো কথা বলিলেও রাগা-রাগি করে। তার শরিরের স্বাস্থের অবস্থাও ভালো থাকে না।
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url