Breaking News

গল্পঃ অভাগার স্বপ্ন। লেখাঃ আরিয়ান আহমেদ


ছোটবেলা থেকে স্বপ্ন দেখতাম জীবনে অনেক কিছু করবো।
যখন ছোট ছিলাম তখন বাবা-মা আমার কোন ইচ্ছা অপূর্ণ রাখে নি যখন যা চেয়েছি তাই পেয়েছি।
যখন একটু একটু বড় হতে থাকলাম তখনও দুঃখ কষ্ট বাবা-মা আমার সামনে আসতে দেয় নি।
পরিবার আত্নীয়-স্বজন নিয়ে সুখে দিন কাটাতাম।
আমার মা-বাবা পরিবারের বড় সদস্যা হওয়ায় যেকোন ক্ষেত্রে তাদের মতামত চাইতো।
কিন্ত একসময় আমার বাবা যে ব্যবসা করতো সেই ব্যবসায় প্রচুর টাকা লোকসান হলো।
বাবা ব্যবসায়ের ওপর ব্যাক থেকে ঋণ নিয়েছিলো।
ব্যবসায় লোকসান হওয়ায় বাবা ব্যাংকে ঋণ পরিশোধ করতে ব্যর্থ হলো।
একসময় ব্যাংক থেকে ঋণ পরিশোধ করার চাপ দিতে লাললো তখন বাবা অনেক ধার দেনা করে ব্যাংকে টাকা দিতে থাকলো। যখন ধার দেনা করার মতো সামর্থ্য শেষ হয়ে গেলো তখন আর ব্যাংকে টাকা দিতে পারলো না।
সময়ের সাথে সাথে ব্যাংক থেকে টাকার পরিশোধ করার চাপ দিতে লাগলো কিন্তু বাবা সেইটা না পরিশোধ করতে না পারায় বাবার নামে মামলা হলো।
মামলা কিছুদিন চলার পরে বাবার ছয় মাসের জেল হলো,পুলিশ এসে বাবাকে নিয়ে গেলো।
তখন বুঝলাম কষ্ট কি?
নিজের আত্নীয় স্বজনদের মধ্যে কম বেশি সবাই বড়লোক ছিলো।তাদের মা সাহায্য চাইলো
কিন্তু তারা সাহায্যের পরিবর্তে অবহেলা শুরু করলো।
আর নানা ধরনের কথা শুনাতে লাগলো।
কোন কোন দিন স্কুল থেকে বাসায় আসার পর মার কান্না ভেজা চোখ দেখতে পেতাম তখন যে কি কষ্ট হতো বলে বুঝাতে পারবো না।
দেখতে দেখতে ছয়মাস কেটে যায়।বাবা জেল থেকে ছাড়া পায়।
এরপর শুরু হলো জীবন নিয়ে আরো এক কঠিন যুদ্ধ।
এতকিছুর পরও কখনো লেখাপড়া ছেড়ে দিই নি।নিজের আপনজন গুলোও মনে হয় এমন অবস্থা
দেখার পর তারা অচেনা হয়ে গেছে।
কথায় আছে বিপদে পড়লে মানুষ চেনা যায়।কথাটা একেবারে সত্য।
মনে মনে প্রতিজ্ঞা করতাম যে মা-বাবার জন্য অনেক বড় কিছু করবো।
হ্যাঁ আমি করতে পেরেছি।অনেক বড় কোম্পানিতে জব করি আমি।টাকা-পয়সা বাড়ি গাড়ি কোন কিছুর অভাব নেই আমার।যারা একসময় আমাদের নিয়ে অবহেলা করতো তারা এখন আমার বাবা-মাকে সম্মান করে।যারা বিপদে আমাদের অবহেলা করতো,খোচা দিয়ে কথা বলতো তাদের কেও আমি সবকিছুর জবাব দিতে পারতাম।
কিন্তু দিইনি কারন ভালোবাসাটা মা শিখিয়েছে।
ঠিক সেই মুহুর্তে ঘুম ভেঙ্গে গেলো।তখন আর স্বপ্নের মতো সবকিছু নেই।
স্বপ্নে অনেক কিছুই সম্ভব হয় কিন্তু বাস্তবতা বড়ই কঠিন।
আমি উপরের যে কথা গুলো বললাম এগুলো বেশিরভাগই বাস্তবতা ভিত্তিক।
আশে পাশে খোঁজ করলে হয়তো জানতে পারবেন এরকম কোন কিছুর দ্বারা শিকার হওয়া মানুষদের।
জেলে যে শুধু খুনিই থাকে তা কিন্তু না।
অনেকে এরকম ঋণ পরিশোধ করতে না পারায় ওই জায়গায় যায়।
আর বিপদে পড়লে কাছের মানুষও আপনাকে ময়লা-আবর্জনা ভেবে ডাস্টবিনে ফেলে দিবে।
প্রেমে ভালোবাসাতে যে শুধু কষ্ট থাকে তা কিন্তু না।
নিজের পরিবারের মানুষজনের থেকে সবচেয়ে বেশি কষ্ট আসে।
আর তাদের দেওয়া কষ্টগুলোর গভীরতা একটু বেশিই হয়।
আমি এই সব কথা গুলো বলছি আমার বাস্তব অভিজ্ঞতা থেকে।
কিছু মানুষের একেকটা দিন আসে নতুন একটা লড়াই নিয়ে।

No comments

info.kroyhouse24@gmail.com