Breaking News

গল্পঃ বড্ড আদরে । পর্ব- ২


ইভাকে গাড়ি করে নিয়ে আসার সময় অনেক কান্না করছিল। কোন ভাবেই ওকে শান্ত করতে পারছিলাম না। পাড়বোই বা কি করে, মেয়েটা আমার চেয়ে গুণে দশ বছরের ছোট সবে মাত্র এস এস সি পাশ করেছে।
গাড়িতে বসে থাকাই দোষকর হয়ে গেল মেয়েটার কান্না শুনতে শুনতে তারচেয়ে ভালো আপনাদের সাথে পরিচিত হয়ে নেই। আমি কামরুল ইসলাম ইথান বাবা মার একমাত্র সন্তান, লেখাপড়া শেষ করে আব্বুর অফিস দেখা শুনা করি।
আমার বিয়ে করা পিচ্চি বউ আমার পাশেই গাড়িতে বসে কান্না করছে এটা দেখে ওর জন্য খুব মায়া হচ্ছিল। ইভা আমার থেকে বয়সে অনেক ছোট তাই বিয়ে করতে রাজি হচ্ছিলাম না। গাড়ি আমাদের বাসার সামনে এসে দাঁড়াল। আম্মু বরণডালা সাজিয়ে ইভাকে বরণ করে নিল।
রাত তখন ১২ টা বাজে, আমি বাসর ঘরের বাহিরে দাঁড়িয়ে আছি। কি করে রুমে ঢুকবো, আমার যে বিষণ লজ্জা করছে। কিছুক্ষণ পর আম্মুর ভয়ে লাজলজ্জার মাথা খেয়ে বাসর ঘরে প্রবেশ করলাম, ইভা মাঝ খাটে লম্বা একটা গুমটা টেনে বসে আছে।
আমি রুমে ঢুকতেই ইভা খাট থেকে নেমে এসে পা ছুঁয়ে সালাম করলো। আমি ওকে দাঁড় করিয়ে গুমটা সরালাম, বাহ! ইভাকে তো অনেক সুন্দর লাগছে একদম পিচ্চি পরীর মতো। মেয়েটা কে আগেও দেখেছি তবে আজ কেনো জানি অন্যরকম সুন্দর লাগছে।
– অনেক রাত হয়েছে, তুমি এখনো জেগে আছো কেন? ( আমি )
– আপনার আসার অপেক্ষায় ছিলাম। ( ইভা )
– হুম, যাও ঘুমিয়ে পড়ো অনেক রাত হয়ে গেছে।
ইভা চুপচাপ বিছানায় এক ধারে শুয়ে পড়লো, আমিও ইভার পাশে শুয়ে আছি। আজ কেমন জানি লাগছে, গতকালও রুমে একা ছিলাম এখন পাশে পিচ্চি অর্ধাঙ্গিনী শুয়ে আছে। হঠাৎ ইভা বলে উঠে,
– আমার ঘুম আসছে না?
– তোমার ঘুম না এলে আমি কি করবো?
– এদিকে আসেন আপনাকে জড়িয়ে ধরবো!
পিচ্চিটার মুখে এমন কথা শুনবো ভাবতেই পারছি না,
– জড়িয়ে ধরতে হবে না!
– আপনাকে জড়িয়ে ধরে না দিলে আমি কিন্তু চিৎকার করবো আর আম্মুকে ডেকে বলবো আপনি আমায় মেরেছেন!
পিচ্চিটার কথা বার্তা শুনে অবাক হলাম! চুপ করে ভাবতে লাগলাম, আমার সাথে কি সব হচ্ছে। ইভা কি আমায় ভয় দেখানোর চেষ্টা করছে আম্মুর কথা বলে? তখনি ইভা আবার বলে,
– কি হলো, কিছু বলছেন না যে?
– কি বলবো?
– থাক! কিছু বলতে হবে না, আমার অনেক ঘুম পাচ্ছে আসেন না আমরা ঘুমিয়ে পড়ি।
– তোমার ঘুম পাচ্ছে তুমি ঘুমাও আমাকে বিরক্ত করছো কেনো?
– বললাম না, আমার ঘুম আসছে না! তাই তো বলছি আপনাকে জড়িয়ে ধরে ঘুমাবো।
– আমিও তো বললাম, আমায় জড়িয়ে ধরতে হবে না।
– আমি কিন্তু সত্যি সত্যি চিৎকার করবো এই বলে দিলাম, হুম!
– যা ইচ্ছে করো, তাতে আমার কি!
– আম্মু আম্মু উমম উমম,
ইভা আর কিছু বলার আগেই আমি গিয়ে ইভার মুখ চেপে ধরলাম,
– আরে কি করছো, আম্মুকে এতো রাতে ডাকছো কেনো?
– আমি আম্মুকে ডেকে বলবো আপনি আমায় বকেছেন আর মেরেছেন ও হুম!
– আমি এমন তো কিছুই করিনি?
– হুম! তাও আমি বানিয়ে বানিয়ে বলবো।
আমি ইভাকে কিছু বলতে যাবো তার আগেই রুমের বাহিরে থেকে আম্মু বলতে লাগলো,
– কি হয়েছে বৌমা? এভাবে চিৎকার করছো কেনো?
এইরে সর্বনাশ হয়ে গেছে, মনে হয় ইভার চিৎকার আম্মু শুনে ফেলেছে। আম্মুর কন্ঠ শুনেই ইভা আমাকে ধাক্কা দিয়ে সরিয়ে দৌড়ে গিয়ে দরজা খুলে আম্মুকে জড়িয়ে ধরলো আর কান্না করতে লাগলো। তা দেখে আম্মু বলল,
– কি হয়ছে বৌমা? কান্না করছো কেনো?
– আম্মু উনি না খুব পচা! উনাকে বলেছি আমার ঘুম আসছে না ভয় করছে, উনি বলেন আমার সাথে নাকি ঘুমাবেন না আর অনেক বকেছেন।
– ইথান, ইভা যা বলছে তা কি সত্যি? ( রেগে )
– না, আসলে… ( আমাকে বলতে না দিয়ে )
– ইভা এখন তোর বিয়ে করা বউ বাহিরের কোনো মেয়ে নয়! ইভার ভালো-মন্দ, ইচ্ছে-অনিইচ্ছে সব কিছুর সাথেই তোকে মানিয়ে নিতে হবে আর কখনো যদি তোর নামে ইভা বিচার দেয় তবে বুঝবি ঝাটাপিটা কাকে বলে?
আম্মুর কথা শুনে চুপ করে গেলাম কারণ পরিস্থিতি আমার অনুকূলে না। আমার নীরবতা দেখে আম্মু ইভাকে বলে,
– যাও মামুণি এখন গিয়ে ঘুমিয়ে পড়ো আর ও যদি তোমার কথা না শুনে তাহলে আমায় বলবা, দেখবে শুধু ওর কি অবস্থা করি।
– আচ্ছা, আম্মু!
আম্মু চলে গেল আর ইভা দরজা বন্ধ করে আমার সামনে এসে দাঁড়িয়ে বলল,
– কি হলো শুনতে পাননি, আম্মু কি বলে গেলো? আমার অনেক ঘুম পাচ্ছে আসেন আমি ঘুমাবো?
কি আর করার! আর কোনো উপায় না পেয়ে পিচ্চিটার সাথে শুয়ে পড়লাম। আমি আমার বালিশে শুয়ে আছি হঠাৎ পিচ্চিটা এসে আমার বুকে মাথা রেখে জড়িয়ে ধরে শুয়ে পড়লো,
– আরে কি করছো এসব?
– কই কি করছি!
– আজব, কি করছি মানে? তুমি তোমার বালিশ রেখে আমার বুকে শুয়ে আছো কেনো? তাও আবার জড়িয়ে ধরে!
– জড়িয়ে না ধরলে আমার ঘুম আসে না, তাই আপনাকে জড়িয়ে ধরেছি।
– তোমাদের বাসায় কিভাবে ঘুমাতে?
– কিভাবে আর আম্মুকে জড়িয়ে ধরে ঘুমাতাম।
– এসব এখানে চলবে, ছাড়ো আমাকে? নিজের বালিশে গিয়ে ঘুমাও!
– এ্যা এ্যা ( ইভা কান্না করছে )
– আরে কি হয়েছে কাঁদছো কেনো?
– আপনি একটা বদ, আপনি অনেক পচা! আপনি আমায় দমক দিয়ে কথা বলেন কেন? জানেন না, আমাকে কেউ দমক দিলে আমি ভয় পায়।
চলবে…

No comments

info.kroyhouse24@gmail.com