আপনি সহজেই এমন সুন্দর মুখ দেখে বিশ্বাস করবেন

ছবিতে দেখুন, সাপটি দেখতে কি সুন্দর! মুখে একটি মন ভুলানো মায়াময় হাসি! আপনি সহজেই এমন সুন্দর মুখ দেখে বিশ্বাস করবেন। কিন্তু মনে রাখবেন এটি ইনল্যান্ড টাইপান্ড সাপ! পৃথিবীর সবচেয়ে বিষোধর সাপের একটি!
বিষের কার্যক্ষমতার দিক থেকে এই সাপ এক দংশনে যে পরিমাণ বিষ নির্গত করে তাতে অনায়াসে শতাধিক পূর্ণ-বয়স্ক মানুষের মৃত্যু ঘটা সম্ভব। কোনরূপ প্রতিষেধক ব্যবস্থা না নিলে এই সাপে দংশনের সময় থেকে মৃত্যুর দূরত্ব মাত্র ৪০-৪৫ মিনিট। এরা ঋতুর সাথে রঙ বদলায়- গ্রীষ্মে জলপাই রঙের আর শীতে গোলাপী ধূসর। এরা ক্ষিপ্র ও আক্রমণাত্মক নয়, শান্তশিষ্ট তবে চুপিচুপি দংশনে জীবন ধ্বংস করে। এদের বিষ কোবরার থেকেও ১৫ গুন বেশি শক্তিশালী!
আমাদের চারপাশে এমন কিছু মানুষ আছে যাদের চারিত্রিক বৈশিষ্ট্য এ সাপের মতোই ! এরা আপনার সাথে উপরে মিলেমিশে থাকবে, মিষ্টি কথা বলবে কিন্তু গোপনে ঘৃণার বিষ ঢেলে দিবে! প্রকাশ্য শত্রুর হাতে থেকে নিরাপদ দুরত্ব বজায় রাখা সম্ভব হলেও এমন দ্বি চরিত্রের লোকদের হাত থেকে রক্ষা পাওয়া সত্যিই কঠিন।
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url