৭০,০০০ মানুষ কোন বিচার ছাড়াই জান্নাতে প্রবেশ করবে
৭০,০০০ মানুষ কোন বিচার ছাড়াই জান্নাতে প্রবেশ করবে
আল্লাহর প্রিয় নূর নবী করিম হজরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন:
আমার অনুসারীদের মধ্যে সত্তর হাজার (৭০,০০০) লোক হিসাব ছাড়াই জান্নাতে প্রবেশ করবে
এবং তারা তারা যারা আর রুকিয়া অনুশীলন করে না এবং
কোন অশুভ লক্ষণ দেখে না এবং তাদের প্রভুর উপর ভরসা করে।
★রেফারেন্স/উৎস: সহিহ্ বুখারী শরীফ, হাদিস: ৬৪৭২।