কবিতা - ধোঁয়াশায় রই



তুমি বড়োই এলোমেলো চুলে
মুখ খানি রেখেছ আকীর্ণ করে।
ধোঁয়াশায় রয়ে গেলো সবই ঢাকা
নগ্নতার ধোঁকা মনের চরণে তোমার।
তবুও যে তুমি ধোঁয়াশায়
পথ হেঁটে যেও সকাল সন্ধ্যায়।
ভালোবাসার জীবন মায়াময়
অনুভবের ছোঁয়া অন্তরে তোমার।
ধোঁয়াশা ছড়িয়ে ফোটে রজনীগন্ধা
তোমার হাতে ছোঁয়াতে মিটে।
আমার সকল চাওয়া পাওয়া
ধোঁয়াশা দূর দিগন্তে যায় মিশে।
অনুভূতির অনুরাগে সিক্ত নরম সুরে
ভেসে আসে আমার কানে সুর ।
ভালোবাসি তোমাকে আমার নয়ন দু’টি ভরে
এসো তুমি আমার কথন জুড়ে।
ধোঁয়াশা দূরে আমি আলো ছড়াই
তোমার ভালোবাসা পেয়ে মনে।
হৃদয়ের আয়নায় আছো তুমি
অন্তর ছুঁয়ে তৃপ্তি মিটিয়ে দেখেছি।
ধোঁয়াশা ছড়িয়ে ফোটে ভালোবাসা
তোমার আমার রঙ মিলে মিশে।
হঠাৎ চাওয়া হঠাৎ পাওয়া
এই জাগার মেয়েটি কাছে পাওয়া।
ধোঁয়াশার মধ্য ফোটে ফুল কুড়াতে আমি এসেছি বটটুল।
হাসিতে তোমার মুক্ত ফোটে
আমার মনের উঠানে ফোটে!ফুল!!!
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url