প্রেমের নেষায় মাতাল

গল্প টা আমার নয় আমার এক বন্ধুর।

আমার বন্ধুর নাম সুমন ওর কেমন যেন একটা মেযেদের প্রতি আলাদা আকটু টান বা একটু বেশি বেশি।

কোন মেয়ে বা ভাবি রাস্তায় বা কোন বাড়ির চিপায় দাঁড়িয়ে থাকলেই তার কথা বলতে হবে।

আমার আবার এমন সভাবটা ছিল না আমি গায়েপড়ে কথা বলতে পারি না।

কিন্তু সুমন কোন ছেলেদের গায়েপড়ে কথা বলবে না কিন্তু কোন মেয়ে হলে সে কথা বলবেই মেয়ে কালো বা ধলো হোক সেটা কোন ফ্যাক্ট না।

সুমন বলে আমি কালো মেয়েদের আন্টি বা ছোট আপু মামনি এসব বলে সম্বধোন করি ।

আমি ভাবেতাম সে সুধা কথাইতো বলে বলে যদি সুখ পায় তো খতি কি?

কয়েকদিন ধরে একটা মেয়ের সাথে নাকি তার ভাবের আদান প্রদান হয়েছে। আমার কাছে গল্প করলো একদিন।

তার তিন দিন পর দেখি মেয়েটাকে নিয়ে ঘুরতে গেছে ড্রিম হলিডে পার্কে ওখানে নাকি গেস্ট হাউজ আছে।

ওখানে নাকি ওরা সারাদিন টাইম পাস করছে………আরও কত কি।.

তার বেশ কয় দিন পর শুনি ওটা ব্রেকাপ আর একটা ইন্টার এ পড়ে তারে একদিন বাসা ফাকা ছিল তারে নাকি বাসায় নিয়ে আসছিল।

তার কিছু দিন পর ইডেন কলেজের এক মেয়েরে বাসায় এনে এলাকার বড় ভাইদের কাছে নাকি ধরা খাইছে।

আমি সুমন ভাইকে বলিলাম ভাই এগুলো করে কি লাভ মানুষের জীবনে কি এত মেয়ে মানুষ বা প্রেমিকার দরকার হয়?

ভালোএকজন থাকলেই তো চলে…

সুমন ভাই বলে এক এক মেয়ের এক এক রকম টেস্ট তুই বুঝবি না এগুলো তুই ছোট …

তখনই বুঝতে পারলাম যে..সুমন ভাই প্রেমের নেষায় মাতাল বলা চলে নারী শরীরের নেষায় মাতাল এক অমানুষ

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url