আল্লাহর দয়া অর্জনে দু’আ



প্রতিটি মানুষ আল্লাহর দয়া ও করুণার মুখাপেক্ষী।
আল্লাহ ছাড়া দ্বিতীয় আর কোনো সাহায্যকারী নেই।
তিনি সব মানুষকে বিপদ-আপদে সাহায্য করেন, পরিত্রাণ দান করেন।
পৃথিবীর সব কিছুই মহান আল্লাহর হুকুমের আজ্ঞাবহ।
তাই বিপদ-আপদ থেকে পরিত্রাণ লাভের জন্য আল্লাহ তায়ালার কাছে সাহায্য চাইতেই হবে।
আর সাহায্য চাওয়ার পদ্ধতিও কোরআনে আমাদেরকে শিখিয়ে দিয়েছেন।
কোরআনে ইরশাদ হয়েছে, ❛ধৈর্য ও নামাজের মাধ্যমে তোমরা সাহায্য প্রার্থনা করো
নিশ্চয়ই আল্লাহ পাক ধৈর্যশীল মানুষদের সঙ্গে আছেন।❜
____(সুরা বাকারা : ১৫৩)।
.
মানুষ বিপদাপদে যখন আল্লাহ তায়ালাকে ডাকাডাকি করে, আল্লাহ তায়ালা বান্দার ডাকে সাড়া দিয়ে এগিয়ে আসেন। কোরআনে ইরশাদ হয়েছে, ❛কে আছে অসহায় ও বিপন্নের ডাকে সাড়া দেয় যখন সে ডাকে এবং কষ্ট ও বিপদ দূরীভূত করে দেয়?❜
____(সুরা নামল : ৬২)।
.
আরও বলেন, ❛তোমরা ভয় এবং আশা নিয়ে আল্লাহকে ডাকো।
নিশ্চয়ই আল্লাহর রহমত সৎকর্মশীলদের নিকটবর্তী।❜
__________(সুরা আরাফ, আয়াত : ৫৬)।
.
আরও বলেন, ❛আমার বান্দারা যখন আপনার কাছে (রাসুল সা.) আমার ব্যাপারে জিজ্ঞাসা করে, (আমি বলি) আমি তো নিকটেই আছি; আমি দোয়াকারীর দোয়া কবুল করি যখন সে আমার কাছে দোয়া করে।❜
____(সুরা বাকারা : ১৮৬)।
.
হজরত আবু হোরায়রা (রা.) থেকে বর্ণিত হয়েছে, রাসুল (সা.) ইরশাদ করেছেন, ❛আল্লাহ তায়ালার নিকট দোয়া অপেক্ষা কোনো জিনিসই অধিক ফজিলত ও সম্মানের নেই।❜
______(তিরমিজি : ৩৩৭)।
.
আল্লাহর দয়া ও করুণা পাওয়ার ক্ষেত্রে এসব মাধ্যম বা উসিলা গুরুত্বপূর্ণ।
মানুষ যখন সীমা ল-ঙ্ঘ-ন করে, নিজের নফসের প্রতি অতিরিক্ত জু-লু-ম করে,
আল্লাহ তায়ালা তখন তাঁর বান্দাদের ওপর নানা ধরনের আ-জা-ব” “গ-জ-ব দিতে থাকেন।
ওইসব আসমানি বালা ও জমিনের বিপদ থেকে নিজে পরিত্রাণ পাওয়ার উদ্দেশ্যে যেসব নেক কাজ
বা সৎকর্ম করে এগুলো এক ধরনের উসিলা বা মাধ্যম।
যেমন নফল রোজা রাখা, নফল নামাজ পড়া, খতমে ইউনুস পড়া,
বিসমিল্লাহ পড়া, দান-সাদকা করা, দরুদ পড়া ইত্যাদি।
কেউ কেউ দোয়ার আয়োজন করে, নিজে কোরআন পড়ে,
অন্যকে দিয়ে কোরআন তিলাওয়াত করায়, গরিব-দুঃখী মানুষের মধ্যে খাবার বিতরণ করে,
এতিমখানায় রান্না করে খাবার পাঠায় ইত্যাদি।
এগুলোর সব কিছুই আল্লাহ তায়ালাকে রাজি-খুশি করানোর উদ্দেশ্যে মানুষ আদায় করে।
এর প্রয়োজনীয়তা সম্পর্কে কোরআনুল কারিমে ইরশাদ হয়েছে, ❛হে বিশ্বাসীগণ! আল্লাহকে ভয় করো,
তাঁর নৈকট্য লাভের জন্য তোমরা মাধ্যম অনুসন্ধান করো এবং তাঁর পথে সংগ্রাম করো, যাতে তোমরা সফলকাম হতে পার।❜
____(সুরা মায়েদাহ : ৩৫)।
.
আল্লাহ বোঝার ও আমল করার তাওফিক দান করুন।
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url