Breaking News

কবিতাঃ মা

চোখের কাছে পাই গো যারে সে তো আমার মা,
যার বুকেতে আমার জন্য থাকেই সদা জমা,
অনেক বেশী ভালবাসা আর আদর ভরা স্নেহ।
এমন করে ভালবাসতে পারে কি আর কেহ?
নয় মাস আর দশ দিন অনেক বেদনা সহেন,
নাড়ী কাটা ধন সন্তানেরে বুকেতে টানিয়া নেন।
বুকের সূধায় লালন করেন অনেক মমতা দিয়ে,
দুচোখ ভরে কতনা স্বপন দেখেন আমায় নিয়ে।
পুত্র তাহার অনেক বড় হবেগো কোন একদিন,
আলো ঝলমল করবে সবার জীবন হবে রঙিন।
নিজের হাতে মজার মজার খাবার বানিয়ে কত,
পুত্রের মুখে তুলে দেন আর ভালবাসেন অবিরত।
অঙ্গুলি ধরে চলতে শেখান,পড়তে শেখান আরো,
এমন মায়ের সাথে কখনও তুলনা হয় কি কারো?
রাত জাগিয়া সেবা করেন মা কখনও অসুখ হলে,
পুত্রের মুখে বেদনা দেখে ভাসে মা চোখের জলে।
কত এবাদত করেন তিনি আর মানত হাজার রকম,
যত বেশী তার গুনগান গাহি তবু মনে হবে যে কম।
কখনও আবার পুত্র যদি তার পায় কোন সফলতা,
আত্মীয় স্বজন সকলেরে ডাকিয়া বলে যান সে কথা।
মনে পড়ে আজ কত কথা আর কতনা হাজার স্মৃতি,
মায়ের কোলে শুয়ে বসে শুনেছি কত দিন কত গীতি।
মধুর কন্ঠে গাইতেন মা আমার সেই শিশু বেলায়,
কখনও আবার আমায় নিয়ে মেতে উঠতেন খেলায়।
চলা শেখালেন, বলা শেখালেন, শেখালেন লেখাপড়া,
এই জীবনে যা কিছু মোর মায়ের হাতে সব গড়া।
মাকে আমি ভালবাসি তাই প্রাণের চেয়েও বেশী,
মায়ের মুখে হাসি দেখিতে আমি তাই সদা হাসি।

No comments

info.kroyhouse24@gmail.com