Breaking News

গল্প: এ কেমন ভালোবাসা । পর্ব-০২



আমি কিছুক্ষণ সেখানে দাড়িয়ে থেকে বাসায়
এসে দেখি আরিহার ভাইয়া দড়জার সামনে
দাঁড়িয়ে আছে,আমাকে দেখতে পেয়েই,আমার
গালে কোষে একের পর এক থাপ্পর বসিয়ে দেয়।
বুঝলাম না থাপ্পর কেনো খেতে হলো আমাকে,
আমি তো থাপ্পর খাওয়ার মতো কোনো কাজি করিনি।
মাথা নিচু করে দাড়িয়ে আছি। মুখের ভিতরে
অনেক কথা আটকে রেখেছি।ইচ্ছে করছে যে
চিৎকার করে করে বলতে কিন্তু আমি বলতে
পারছিনা।আমার সামনেই আরিহা একটা মোটা
শক্ত লাঠি ভর করে,পায়ের উপর পা তুলে সোফায়
বসে আছে।ভয়ে আমার পা থরথর থরথর করে
কাপছে,নিশ্চয় ভাবছেন লাঠি দেখে আমার পা
ভয়ে থরথর করে কাপছে??সেটা যদি ভেবে থাকেন
তো ভাবা সেখানেই থামিয়ে দিন কারন আমি
লাঠি দেখে ভয়ে কাঁপছি না? আরিহার লাল টকটকে
চোখ দুটি দেখে ভয়ে কাঁপছি। অবশ্য প্রচন্ড পরিমান
রাগ না উঠলে কারো চোখ এমনিতেই লাল
হয়ে যায় না।কিন্তু আরিহার রাগ উঠার পিছনের
কারনটা ঠিক কি? ছোট বেলা থেকেই আমি লাল
জিনিস কে সবচেয়ে বেশি ভয় পেতাম।কথাটা
হাস্যকর হলেও সত্যি?লাল রঙের কোনো কিছু
দেখলেই আমার মনে হয় সেই লাল জিনিসটা
আমাকে চারোদিকে ঘিরে আমার শরীরটা
গলিয়ে লাল বর্নের করে ফেলবে,আমার এমনটা
মনে হয় বলেই আমি লাল জিনিসটিকে একটু
বেশিই ভয় পাই? আশা করছি আমার ভয়ের
কারনটা জানতে কারো আবার বুঝতে কোনো
প্রকারের অসুবিদা হয়নি।আর এমনিতে ও সবচেয়ে
বড় আর প্রধান কথা হলো আমি যেখানো কোনো
অন্যায় কাজ করিনিই তাহলে ভয় কেনোই বা
পাবো আমি।
.
হঠাৎ করে আরিহার ভাইয়া পিছন থেকে আমার
গার ধরে,জোরে ধাক্কা মেরে আরিহার পায়ের সামনে
নিয়ে গিয়ে ফেলে দিয়ে বলে,
—- দেখ বোন তোকে আমি অনেক আগেই
বলেছিলাম,এমন গরিব ঘরের ছেলেকে বিয়ে
করলে এমনি হয়? কি করবি এই বেইমানটার
তুই নিজেই ঠিক কর।আর হ্যা একটা কথা বলে
রাখা ভালো তুই চাইলে একে খুন ও করতে
পারিস।কোনো সমেস্যা হবেনা।সব কিছু আমি
দেখে নেবো?
“””””””””” আরিহার ভাইয়া কথা গুলো বলেই চলে
গেলেন।আমি এখনো আরিহার পায়ের নিচেই
পরে আছি। কোনো মতে উঠে দাঁড়ায় কিন্তু
আশ্চর্য ওঠার সময় আমি ভুলে আরিহাকে ধরেই
উঠে দাঁড়ায়।কিন্তু আরিহা কিছুই বলল না “
তারপর আমি আরিহাকে বললাম,
কি কি হয়েছে যার কারনে আপনারা আমার সাথে
এমন আচরন করছেন।
আমার কথার উত্তরে আরিহা দাঁতে দাঁত লাগিয়ে
খিটমিট করে রাগে ও ধমকের শুরে বলল,
—- কোন মেয়ের হাত ধরে লুচ্চামি করছিলি।
“”””””””””” এখন পুরো ব্যাপারটা আমার কাছে খুব
সহজে পরিষ্কার হয়ে গেলো।
বুঝতে পারলাম এমন আচরনের আসল কারনটা?
আমি বললাম,
—- আরে ওর নাম মেঘা খুবই ভালো মেয়ে আর
আমার সব থেকে ভালো ফ্রেন্ড।আমার বিয়ের কথা
শুনেই ও কাঁদতে শুরু করলো তাই হাল্কা
ভাবে ওর হাত ধরে বলেছিলাম কাঁদছিস কেনো??
—- আমি তোর বিয়ে করা বউ কই কখনো তো নিজে
থেকে আমার হাত ধরিসনি? তাহলে ওই নষ্টা
মেয়ের হাত কেনো ধরলি?
—- খবরদার আপনি ওকে নষ্টা মেয়ে বলবেন না?
—- কেনো রে তোর কি গায় লাগছে কিন্তু কেনো,
তোর আর ওর মধ্য কিছু চলছেনা তো?
—-ছি কি সব বলছেন আপনি?
—- চুপ কর কুত্তার বাচ্চা।তুই শুধুই আমার
তোর শুধু আমাকে ছোয়ার অধিকার আছে আর
কারো না।সেই হাত আমি ভেঙে দুমরে মুচরে
গুরিয়ে ফেলবো,যেই হাত দিয়ে অন্য এক নারী কে ছুয়েছিস।
.
কথা গুলো বলার সাথে সাথে আরিহা তার
হাতে থাকা লাঠিটা দিয়ে আমার হাতে আঘাত করে
আমি ব্যাথার যন্ত্রনায় চিৎকার দিয়ে উঠি।
আরিহা অনাবরত আমার দু হাতে আঘাত করেই
যাচ্ছে।থামার কোনো নাম গন্ধই মনে হচ্ছে নেই।
আমি আর সয্য করতে না পেরে রাগের মাথায়
চিৎকার দিয়ে বললাম,হ্যা আমি মেঘা কে
ভালোবাসি কি করবি তুই?
আমার কথার উত্তরে আরিহা একটা কথায় বলল,
—- মেরে ফেলবো?
“””””””””তারপর আর কিছু মনে নেই যখন আমার
জ্ঞান তখন দেখি আমি রুমে সুয়ে আছি, আর
আমার মাথায় ব্যান্টিজ করা মনে হয় আমার
মাথায় লাঠি দিয়ে আঘাত করা হয়েছে।
আমার বুকে মনে হয় কেউ সুয়ে আছে
হ্যা আমি ঠিকি ধরেছি,আরিহা আমার বুকের উপর
সুয়ে আছে। আরিহার মাথার নিচে বেশ খানিক
জায়গা ভেজা অর্থাৎ আমার শার্ট টা ভেজা
এখনো স্পষ্ট ভাবে আরিহার ঘুমান্ত মুখে চোখের
জলের স্পষ্ট দাগ বুঝা যাচ্ছে। আমি এই মেয়েটাকে
কিছুতেই বুঝে উঠতে পারছি না।সবাই বলে
মেয়েদের মন বুঝা নাকি বেশ কঠিন।কিন্তু আমি
বলি কি সব মেয়েদের মন বুঝা কঠিন হয়না।
কিছু কিছু মেয়েদের মন বুঝা বেশ সহজতর
হয়ে থাকে।কিন্তু আমার ভাগ্যে যে মেয়ে পড়েছে
তাকে বুঝে উঠা যে আমার পক্ষে কোনো মতেই
সম্ভব নয়। হঠাৎ আরিহার ঘুম ভেঙে যায়,
আমার জ্ঞান ফিরেছে দেখে সে আর
এক মুহূর্তের জন্যেও দেরি না করে সোজা
আমার গলা জড়িয়ে ধরে আমার ঠোঁট জোড়া
নিজের আয়ত্তে করে নেয়। বিরক্তি আর অসয্য
ছাড়া আমার আর কিছুই লাগছিলো না।
কিছুক্ষন পর ছেড়ে দিয়ে আরিহা নিচে চলে যায়।
.
আমার শরীরটা খুব দুর্বল লাগছে,ভালো করে
নাড়াচাড়া করতে পারছি না।বুঝে উঠতে
পারছি না একটা মেয়ে এতোটা অত্যাচারি
কি করে হতে পারে।কিছুক্ষন পর দেখলাম আরিহা
খাবার নিয়ে আসছে এবং নিজের হাতে আমাকে
খাইয়ে দিতে চাচ্ছে কিন্তু আমি খাচ্ছি না।
যতোবারি আমাকে খাইয়ে দেওয়ার জন্য আরিহা
সম্পূর্ন প্রস্তুত ছিলো ততোবারি আমি মুখ ঘুরিয়ে
নিয় কারন এই মেয়ের হাতে খাবার খাওয়ার চেয়ে না
খাওয়াই আমার থেকে ভালো মনে হচ্ছে।
আরিহা এবার রেগে গিয়ে এক হাত দিয়ে আমার
মুখ ধরে আর এক হাত দিয়ে আমাকে খাবার জোর করে খাইয়ে দেয়।অনিচ্ছা সত্যেও আরিহার হাতে
খাবার খেতে হচ্ছে।
“””'”””” এক সপ্তাহ আমাকে বাসায় থেকে
বিস্রাম নিতে হয়েছে। এখন আমি মোটামুটি
সুস্থ আছি।কিন্তু হাতে সামান্য ব্যাথা রয়েই গেছে।
আরিহা কে অনেক বুঝিয়ে এই আজ সকালে
বাহিরে বের হলাম। একটা পার্কে বসে আছি
নিরিবিলি। মন চাচ্ছে উরে যেতে কিন্তু উরতে
পারছি না।কারন আমি কোন এক খাচায় বন্ধি।
হঠাৎ মেঘা কোথা থেকে যেনো হুট করে চলে
আসলো।আর আজকে তার সাথে অনেক গার্ড
কেনো তাই আমাকে খুব করে ভাবাচ্ছে?
.
—- কিরে শাহরিয়ার তোর এই অবস্থা কেনো?
—- না মানে?
—- আচ্ছা বলতে হবেনা যা বুঝার বুঝে ফেলেছি
আরিহা তোর এই অবস্থা করছে তাই তো?
—- তুই কি করে জানলি?
—- আমি সব জানি।আর শুন আমি তোকে
ভালোবাসি, তুই এই মুহুর্তে আমার সাথে চল।
“””””””” মেঘার কথা শুনে আমি অবাক হয়ে যাই
তাই তো বলি আমার বিয়ের কথা শুনে সেদিন
কেনো কাদতে কাদতে চলে গেছিলো।তারপর আমি
বললাম,
—- দেখ মেঘা আমি কিন্তু বিবাহিত।
—- তাতে আমার কোনো সমেস্যা নেই তুই
মেঘাকে ডিবোর্স দিয়ে দিবি।আর তুই কি আমাকে
ভালোবাসিস না।
—- আমার তোকে ভালো লাগে কিন্তু তাই বলে
ভালোবাসি না।
—- ভালো লাগা আর ভালোবাসা এক কথায় হলো
আমি আর কিছু শুনতে চাইনা তুই আমার সাথে
চল।যেতে না চাইলে জোর করে নিয়ে যাবো।
আর তোর কোনো চিন্তা নেই আরিহাকে
আমি দেখে নিবো।
.
“‘”””””” হঠাৎ কেউ একজন বলে উঠলো,
কে কাকে দেখে নিবে শুনি??
গলার আওয়াজ টা আমার খুব পরিচিত
বুঝার আর বাকি রইলোনা যে এটা আরিহা।
আরিহা কে দেখে মেঘা বলল,
—– চলে এসেছে আমার পথের কাটা।
আরিহা রেগে গিয়ে বলল,
—– তুই নিজেই তো আমার কাটা হয়ে দাঁড়িয়ে
আছিস।
—– কথা সাবধানে বল??( মেঘা)
—– তুই চুপকর তো( আরিহা)
—- আরে চুপ করে তুই থাক
তার কারন আমার কাছে অনেক গার্ড আছে।
শাহরিয়ার কে তুই কোথাও নিয়ে যেতে পারবি না।
—- তোর কি মনে হয় আমি খালি হাতে এসেছি।
“”””” আরিহার কথা গুলো বলার সাথে সাথে প্রচুর
গার্ড এসে হাজির হয়ে গেলো।
আরিহার গার্ড এর তুলনায় মেঘার গার্ড খুবি কম
তাই আমাকে এখান থেকে নিয়ে যেতে আরিহার
কোনো সমেস্যা হয়নি।যাওয়ার আগে মেঘা
আরিহা কে উদ্দেশ্য করে বলল,
শাহরিয়ার কে আমার করে ছাড়বোই।
আরিহা ও মুচকি হেসে বলল,
আমি বেচে থাকতে তা কোনো দিন সম্ভব না??
“””””” এক প্রমিকের জন্য দুই প্রমিকাদের মধ্যে
এক ভয়াবাহ লড়াই হতে যাচ্ছে, যে লাড়াইয়ে
হয়তো কেউ একজন পৃথিবীর মোহ ও হয়তো ত্যাগ করতে পারে।
.
চলবে…

No comments

info.kroyhouse24@gmail.com