বিশ্বাসঘাতকতা | ১ম পর্ব

আমার বান্ধবী আমাকে বলছিলো যেনো তার বফকে মেসেজ দিয়ে বলি
যে ভাইয়া আনিশা আজ আপনার সাথে দেখা করতে পারবেনা ওর আম্মু বের হতে দেয়নি।
আপনি পার্ক থেকে ঘুরে বাসায় চলে যান। মেসেজটা দিতে না দিতেই ভাইয়া
সিন করে বললো, ‘ঠিক আছে নিহা।
এর একটু পর আমি আর আমার বান্ধবী একসাথে বের হয় পার্কের উদ্দেশ্যে।
আসল কথা হলো আমার বান্ধবীর বয়ফ্রেন্ড কয়েকদিন ধরেই আমার বান্ধবীকে
তেমন একটা গুরুত্ব দিচ্ছেনা। ব্যাপারটা কি সেইটা দেখার জন্যই স্পেশালিষ্ট মি*থ্যে বলা।
তো আমাদের তিন বান্ধবী যাওয়ার কথা। আমি, অনামিকা, আর আনিশা।
অনামিকাদের বাসায় যেতেই অনামিকা বললো, ‘ওর ভীষণ জ্বর তাই ওহ যেতে পারবেনা।
তো কি আর করা! আমরা দুজনই গেলাম। যাওয়ার পথে হঠাৎ রিকশা প্রবলেম হয়ে যায়।
তাই বাধ্য হয়ে ১০ মিনিটের রাস্তা হেঁটে যেতে হয়েছে।
চাইলে অন্য রিকশা নেওয়া যেতো তবে ১০ মিনিট তেমন দূরে না বলে হেঁটেই গেলাম৷
পার্কের ভেতর চুপিচুপি গিয়ে দেখলাম আমার বান্ধবীর বয়ফ্রেন্ড একটা মেয়ের সামনাসামনি বসে চা খাচ্ছে।
মেয়েটা বোরকা পড়া। মুখ দেখা যাচ্ছেনা।
এছাড়াও মেয়েটা এমনভাবে আড়াআড়ি ভাবে বসা যে মেয়েটার পিঠ শুধু দেখা যাচ্ছে।
আমার বান্ধবী রেগে বললো, ‘শা*লা হারাম*জা আমারে রাইখা অন্য মাইয়ার লগে
নাট*ক করোস নাট*ক? আমি আমার বান্ধবীর হাত চেপে নিজেকে সামলানোর কথা বললাম।
এরপর আমি আর আমার বান্ধবী যা দেখলাম তাতে আমরা দুজনই বেশ বড় সড়ো
একটা ধাক্কা খেলাম। কারণ মেয়েটি আর কেউ না আমাদের বান্ধবী অনামিকা।
একটু রেসপন্স করবেন আইডি রিচ নেই বললেই চলে
লাইক কমেন্ট যত বেশি আসবে ততো দ্রুত নেক্সট পর্ব পোস্ট করব পুরো গল্পটা
পড়তে আইডিতে ফ্রেন্ড রিকোয়েস্ট অথবা ফলো
দিয়ে রাখবেন তাহলে নেক্সট পর্ব দেওয়ার সাথে সাথেই নোটিফিকেশন পেয়ে যাবেন
চলবে….
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url