নারীর মর্যাদা ও অধিকার



প্রতি মাসে স্ত্রীকে কিছু পকেট খরচ দিবে এবং পরে ঐ টাকার কোনো হিসাব নিবেনা।

জিজ্ঞেসাও করবে না কোথায় খরচ করেছে।

আল্লাহ তাআলা যার যতটুকু সামর্থ্য দিয়েছেন সেই হিসাবে স্ত্রীর জন্য

একটা মাসিক পরিমান নির্ধারণ করে নেবে।

আর তাকে বলে দিও তোমার যে কাজে ইচ্ছা খরচ কর।আমি এ ব্যাপারে কোনো হিসাব চাইব না।

কথাগুলো মাওলানা আশরাফ আলী থানবী(রহ.) কামালাতে আশরাফিয়া কিতাবে লিখেছেন।


এই মাসিক পকেট খরচ স্ত্রীর হক।কারন সে ঘরে থাকে,উপার্জন করতে পারেনা।

যখন ভাই বোন আসে তাদেরকে কিছু হাদিয়া দিতে মন চাইতে পারে।

যদি স্ত্রীর নিকট কিছুই না থাকে তবে সে কোথা থেকে দেবে?

তারও মন চাইতে পারে মাঝেমাঝে স্বামীকে কিছু দিতে বা গোপনে কিছু পরিমান সদগা করতে।

সে আপনার জীবনসঙ্গীনি।আপনার দরজার বাইরে যেতে পারেনা।
সে জীবন ভরে আপনার সঙ্গ দিচ্ছে,
তার সুখ শান্তি আবেগ অনুরাগের খেয়াল রাখা আপনার কর্তব্য।

-নারীর মর্যাদা ও অধিকার
(শান্তিময় পারিবারিক জীবন)
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url