জীবিত লাশ । পর্ব -০২

একটা লাশের সাথে দৈহিক সম্পর্ক কিভাবে করবো??
এই চিন্তায় মাথাটা হাজার টন ওজনের সমান ভারী হয়ে যেতে লাগলো আমার...
একটু পরই দরজার কলিং বেলটা বেজে উঠলো:
আমি বাইরের অপেক্ষারত ব্যক্তিকে উদ্দেশ্য করে বললাম-দরজা খোলা আছে,ভিতরে আসুন....
দরজা ঠেলে একটা মেয়ে ভিতরে ঢুকে পড়লো...
আমাকে কিছু বলার সুযোগ না দিয়েই চেয়ারে বসে পড়লো,
তাও একেবারে আমার মুখোমুখি..
মেয়েটার আচরণে বিরক্ত না হবার উপায় নেই..
আমি তাকে উদ্দেশ্য করে আবারো বল্লাম-
কিছু বলবেন আপনি?
.
-আমাকে তুমি করেই বলতে পারেন আপনি.আমি আপনার জুনিয়র..নাম 'নায়রা'.এখনো ভর্তি হয়নি..এডমিশন টেস্টে টিকেছি..দুই একদিনের মধ্যে ভর্তি হয়ে নেবো....
এমনিতেই মাথায় চিন্তা তার ওপর মেয়েটার ফালতু কথাগুলো শুনে রক্ত উঠে যাচ্ছে মাথায়..
ইচ্ছে করছে ঠাস করে একটা মারি:
আরে তুই এডমিশন নিবি নাকি জাহান্নামে যাস তাতে আমার কি,
আমাকে বলছিস কেন এসব??
মেয়েটা টেপরেকর্ডের মত বকেই যাচ্ছে..আর আমি বসে বসে বিরক্তি হচ্ছি..
বেকুফ মেয়েটা সিচুয়েশনও বোঝে না...,,
আমি-তুমি আমাকে ইমপরট্যান্ট কিছু বলার থাকলে বলতে পারো..
আমার উঠতে হবে.
.
মেয়েটা আমার দিকে কিছুটা এগিয়ে আসলো..
একবারে আমার মুখোমুখি.মাঝে ১ফুটের তফাত...
মেয়েরা এরকম গায়ে পড়া স্বভাবের হতে পারে
আগে শুনেছি তবে এই প্রথম সরাসরি দেখলাম.....!!
মেয়েটা-(ফিসফিস করে) আপনাদের কথাগুলো আমি আড়াল থেকে শুনে নিয়েছি...
আমি হতভম্ভ হয়ে গেলাম নায়রার কথা শুনে..ভয়ে ভয়ে জিজ্ঞেস করলাম-কী শুনেছো তুমি??
মেয়েটা হেসে উত্তর দিলো-এই যে এক্সপেরিমেন্টের কথা!!!!
কিন্তু সাবধান,আপনি কিন্তু ওখানে যাবেন না..
বিপদ হবে আপনার..যাবেন না প্লিজ...
মেয়েটার সাথে আর দেখা হলো না,
কথাগুলো বলে চলে গেলো আর আমিও খোঁজ করলাম না....
দিন গড়িয়ে রাত হয়ে গেলো..
.
স্যারের সাথে আমি মেডিকেলের লাশঘরের সামনে দাড়িয়ে আছি..
স্যার আমাকে ফিসফিস করে বলতে লাগলেন-গো অ্যাহেড,
এগিয়ে যাও মাই সন তিয়াশ..নিজের কাজ শুরু করো.আমি বাইরে ওয়েট করছি..
স্যার আমাকে এক প্রকার ধাক্কা দিয়ে ভেতরে পাঠিয়ে দরজাটা অফ করে দিলো..
ভেতরে একটা মাত্র লাশ রাখা আছে..
আমি ধীরে ধীরে লাশটার দিকে এগিয়ে যেতে লাগলাম...
স্যার বাইরে আছেন এটা ভেবে একটু আস্বস্তি লাগছে..
লাশটা একটা সাদা কফিনে মোড়ানো..
.
কারোর সাথে শারিরিক সম্পর্ক করতে হলে নিজের ভেতর এক প্রকার উত্তেজনা শক্তি কাজ করা প্রয়োজন...কিন্তু ভয়ে আমার আধমরা অবস্থা..
একটা লাশের সাথে সেক্স করা এতটা ইজি হবে না আমার জন্য..
তাছাড়া লাইফে সেক্সের অভিজ্ঞতা নেই আমার...
কিভাবে কী শুরু করবো ভেবে পারছি না...
এটা ভাবতে ভাবতে কফিনের কাপড়টা উঠালাম...
লাশটার মুখের দিকে তাকিয়ে হতভম্ব হয়ে গেলাম আমি,ভয়ে দুপা পেছনে সরে আসলাম...
এতো নায়রার লাশ....!!!
যে মেয়েটার সাথে আজ সকালে কথা হয়েছে আমার....,,
চলবে...