সারাজীবন বেঁচে থাকুক এমন বন্ধুত্বগুলো



ভালোবাসা' যতো সুন্দর তার চেয়েও বেশি সুন্দর 'বন্ধুত্ব'।
যার জীবনে এমন একটা বন্ধু থাকে তার জীবনে কষ্টরা স্থায়ী হতে পারে না। 
পৃথিবীর সবাই একদিকে হলেও ঐ বন্ধুটি থাকবে তোমার পাশে।
শূন্য পকেটের লজ্জায় কেন্টিনে না যাওয়া ছেলে/মেয়েটি ক্লাসের কোনো এক কোণায় বসা।
 হঠাৎ এসে কেউ একজন বলল, এই চল কেন্টিনে যাই আজ তো ট্রিট দিচ্ছি সবাইকে। 
একসাথে খাব সবাই। পরিস্থিতি সামলে নেবার মতো এমন বন্ধু ক'জনের থাকে?
যার মন খারাপে বলে, চল আজ রিকশায় সারা শহর ঘুরবো। 
মন খারাপ ছু মন্তর হয়ে যাবে। আর মন খারাপ ওটা আবার কি জিনিস! 
এমন বন্ধুত্বে হাজারো মন খারাপ কোরবান করা যায়।
রাস্তা পার হবার সময় যে শক্ত করে হাতটা ধরে রাখে, 
যেনো কোনো দুর্ঘটনা না ঘটে এমন বন্ধুত্ব আগলে রাখতে হয় আজীবন।

যার অনুপস্থিতিতে পুরো ক্লাসটাই ফাকা লাগে আবার তার 
উপস্থিতিতে ফিজিক্স ক্লাসটাও দারুণ লাগে এমন বন্ধুত্বে কখনো বিরক্ত আসে না।

একে অপরকে কোনো কিছু বলা ছাড়াই মনের সব না বলা কথা বুঝতে পারার নামই 'বন্ধুত্ব'। 
যাকে কোনো হিসেব নিকেশ করে কথা বলতে হয় না। 
অকপটে মনের সব কথা বলা যায়। সুখে-দুঃখে সবসময় পাশে থাকে। 
এমন বন্ধু সবার জীবনে থাকুক।
সারাজীবন বেঁচে থাকুক এমন বন্ধুত্বগুলো।❤️

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url