প্রেমিকা আর বউয়ের মাঝে রয়েছে আকাশ পাতাল পার্থক্য
প্রেমিকা আর বউয়ের মাঝে রয়েছে আকাশ পাতাল পার্থক্য
যদি আপনি বউ আর প্রেমিকার মধ্যে তুলনা করতে যান তাহলে
আপনি জীবনের সবচেয়ে বড় বোকামী করছেন।
আপনার বউ আপনার জন্য প্রতিদিন রান্না করবে তাই
প্রেমিকা থাকাকালীন তার রান্নার স্বাদের তুলনা করা ভুল হবে।
প্রেমিকা থাকাকালীন তার সৌন্দর্য ছিলো ক্যামিক্যাল অথবা ক্যামেরা ইডিটিং করা
ছবি কিন্তু রোজ রোজ যে প্রাকৃতিক মুখটা দেখছেন সেটাই আসল।
রং মেখে মাসে একদিন দেখা করার মতো সৌন্দর্য তার মাঝে খুঁজতে যাবেন না বরং
এই ন্যাচারাল মুখটারই প্রেমে পড়ুন।
প্রেমিকাকে এলোমেলো চুলে দেখবেন না তবে খোলা চুলে শ্যাম্পুর ঘ্রাণ পাবেন।
.
এটা স্বাভাবিক তবে বউকে সবসময়ই দেখতে হবে এলোমেলো চুলে খোঁপা
অথবা কাঠি গুঁজে রাখতে।পারলে একটা গোলাপ বা কাঠগোলাপ গুঁজে দিন
মেয়েটা বড় খুশি হবে আবারো আপনার প্রেমে পড়বেন।
পূর্নিমা রাতে প্রেমিকা হয়তো ফোনগল্পের অপেক্ষায় থাকতো কিন্তু বউ হয়ে গেলে
মেয়েটা ক্লান্তি শরীরে লম্বা ঘুম দিবে। সেই ঘুমটাকে এড়িয়ে যাওয়া ভাববেন না
বরং ভাববেন কেউ একজন আপনার সংসার আগলে রাখছে খুব যত্ন করে।
প্রেমিকা আর বউকে ভুলেও গুলিয়ে ফেলবেন না। খেয়াল করে দেখুন আপনিও
আর প্রেমিক নেই স্বামী হয়ে গেছেন।
বরং দাম্পত্যকে মিষ্টি করতে নিজেই কখনো প্রেমিক বর অথবা বন্ধু হয়ে যান
তাহলে মেয়েটাও চেষ্টা করবে। আপনাকে
এবং আপনার পরিবারকে আরো বেশি ভালো রাখতে।
