Breaking News

রোমান্টিক বুড়ো বর । পর্ব - ০৮



সকালে ঘুম থেকে উঠে দেখি আমার বুড়ো খাটাস বরটা রুমে নেই ।
তাই নিচে নেমে খুঁজতে লাগলাম,
কিন্তু পুরো বাড়িতেই উনাকে না পেয়ে একটা কল দিতে যাবো তখনি দেখলাম মোবাইলে একটা এসএমএস–
“”আমি অফিসে এসেছি , টেবিলে নাস্তা আছে খেয়ে নিও আর সাবধানে থেকো ও””””
আমি:( মেসেজ টা পড়ে আমার কি যে খারাপি লাগছে না)
দেত কি দরকার ছিল এতো ঘুমানোর ??
উনি সকালে উঠে নাস্তা বানিয়ে ,
নাস্তা করে গেছেন আবার আমার জন্য ও তৈরি করে গেছেন ,
নাহ কাল থেকে যলদি উঠে সব তৈরি করে দেবো।
যাক এখন আপাতত খেয়ে ভার্সিটিতে একবার যায় ,
অনেক দিন হলো একটা ক্লাস ও করিনি।
ভার্সিটিতে ক্লাস করে আসার সময় অনেক বন্ধুদের সাথে দেখা হলো।
অনেক ভালো দিন কাটলো আজ।
বিকেলে বাসায় এসে ফ্রেশ হয়ে ,
রান্না ঘরে ঢুকে ফ্রিজ থেকে মাছ বের করে রান্না করতে করতে সন্ধ্যা হয়ে গেলো ,
কাজ সেরে টিভি দেখছিলাম।
,
হঠাৎ কলিং বেল বেজে উঠলো,
আমি ঘড়ির দিকে তাকিয়ে দেখি ৯ টা বাজে ।
তার মানে আমার খাটাস বরটা এসে গেছে।
দরজা খুলে দেখি হে উনিই এসেছেন ।
দেখলেই বুঝা যাচ্ছে অনেক ক্লান্ত উনি,
কিন্তু হাতে করে বকুল ফুলের মালা ? ও এনেছে।
তাই উনার ব্যাগটা হাতে নিয়ে—
আমি :ওয়াও বকুল ফুলের মালা ??? ,কার জন্য এনেছেন।
,
পারভেজ: আমার গার্লফ্রেন্ড এর জন্য গো??
,
আমি;কি-ই-ই ??।এর জন্যেই তো খাটাস বর বলি(মনে মনে)
কোন গার্লফ্রেন্ড এর জন্য শুনি,
আর আপনার গার্লফ্রেন্ড এর জন্য ঘরে ফুল আনতে গেলেন কেনো?
অফিসে দিলেই পারতেন মালা ? টা।
,
পারভেজ: আচ্ছা তুমি এতো বেশি বুঝো কেনো ,
তুমি কি কোনো জ্যোতিষ শাস্ত্র জানো নাকি।
,
আমি:না কিছু জানি না আমি ??
,
পারভেজ: তাহলে এতো আগে বুঝো কিভাবে ,
,
আমি: আমি সব বুঝি ?
,
পারভেজ: বুঝাই যাচ্ছে কি বুঝো ,
কচু বুঝো তুমি ????
,
আমি: কি আমি কচু বুঝি ??? ,
,
পারভেজ:না না তাও বুঝো না??
,
আমি:এই দেখুন এখন কিন্তু ঠিক হচ্ছে না কিন্তু ??
,
পারভেজ: আচ্ছা বাবা আচ্ছা আমার ভুল হয়েছে,
তুমি সব বুঝো ,
আর আমি কচু বুঝি ??
,
আমি: এখন ঠিক আছে ??
ওকে আপনি ফ্রেশ হয়ে আসুন আমি খাবার দিচ্ছি।
পারভেজ: ঠিক আছে যাচ্ছি আর মালাটা তোমার জন্য ই এনেছি??
আমি:ওহ আচ্ছা তাই বলুন ,কেনো যে এতো কথা ঘুরান?? । কিন্তু ধন্যবাদ আপনাকে ☺️
পারভেজ: হুম ???
(এই বলে উনি চলে গেলেন।আধা ঘন্টা পরে উনি এসে খাবার টেবিলে বসে)
পারভেজ:দাও তো কি রেঁধেছো☺️
,
আমি: হুম দিচ্ছি
পারভেজ: আমার জন্য শুধু খাবার নিচ্ছো কেনো ?
তুমি খাবে না?
আমি: আমি পরে খাবো আগে তো আপনি খান।
পারভেজ: যেমন তোমার ইচ্ছা
বাহ মাছের ঝোল করেছো ‌। আমার খুব প্রিয়??
আমি:☺️☺️☺️ তাই বুঝি।
পারভেজ: হুম-ম-ম জানো একবার শুভা আমাকে রেঁধে —- কি টেস্ট????
(ডাহা মিথ্যা কথা শুভা মাছের ঝোল কি মাছ ভাজতেও জানে না???)
,
আমি:(?? আমি কষ্ট করে রেঁধে খাওয়াচ্ছি ,
আর এই বুইড়া খাটাস নাকি তারিফ করছে ওই শাকচুন্নী শুভার।
আমি ও কম যায় না দেখেন কি করি আপনার)
ওহ তাই বুঝি , সত্যিই শুভা আপু আপনার অনেক খেয়াল রাখে,
ঠিক আমার ফ্রেন্ড কায়েস এর মতো ???
পারভেজ:কয়েস টা আবার কে??
আমি:আর বলবেন না আমার বেস্ট ফ্রেন্ড? (ডাহা মিথ্যা কথা কায়েস আমার চাচাতো ভাই)
পারভেজ:ওহ তাই বলো ভালো তো?? ,(খাবার খেতে খেতে)
আমি:হে জানি ভালো ,
ওর মতো ছেলেই হয় না,
জানেন ও না আমাকে অনেক ভালোবাসে ?
কিন্তু কখনও আমার সামনে এসে বলতেই পারে না ????
পারভেজ: তাহলে তুমি জানলে কিভাবে ?
আমি:আর বলবেন না ওর ফ্রেন্ড থেকে জানলাম।
পারভেজ:ওহ ভালো আচ্ছা আমি যাই ,
আমি:একি ভালো করে যে কিছুই খেলেন না।
পারভেজ:খেয়েছি তো , আমি এখন ঘুমাবো।
ওকে শুভ রাত্রি। তুমি খেয়ে নিও।
,
আমি: আচ্ছা আপনি যান । আমি খেয়ে নেব ??
(আমি জানি উনার মন খারাপ হয়ে গেছে তাতে আমার কি ???
আমার যখন মন খারাপ হয় তখন কি উনি বুঝে তাহলে আমি কেনো বুঝবো?
আজ তো শুধু জ্বলার দিন উনার)
এভাবেই আমাদের মধ্যে রাগ,
খুনশুটিতে কেটে গেলো অনেক গুলো দিন।
একদিন খবর পেলাম আমার বড় ননদ মিসু মা হতে যাবে ।
এই খবর শুনে এই প্রথম উনার চোখে মুখে এমন আনন্দ দেখলাম।
উনি মামা হবে শুনে খুশিতে আত্মহারা।
মনে হয় কেউ বাবা হবে শুনেও ততো টা খুশি হয় না।
,
রাতে উনি রুমে এসে বলতে শুরু করলো—-
,
পারভেজ:জানো তুলি , আব্বু আম্মু চলে যাবার পর আমিই ওদের কোলে পিঠে করে মানুষ করেছি।
ছোট পুতুল এর মতো যত্ন নিয়েছি ,
ফুলের টোকাও পড়তে দি নি ।
আর সেই ছোট পুতুল দুটোর বিয়ে ও হয়ে গেলো আর এখন মাও হয়ে যাবে ।জানো আমি বিয়ে করতে চাই নি ওরাই জোর করে বিয়ে করিয়েছে।
আচ্ছা তুলি একটা কথা বলি তোমাকে।
,
আমি: হুম বলেন
,
পারভেজ: আচ্ছা আমাদের ঘরে কি একটা পুতুল আসলে খুব বেশিই সমস্যা হয়ে যাবে।
বলো না তুলি খুব বেশি সমস্যা কি হবে?
আমি-চুপ(অবাক হয়ে উনাকে দেখছি!!!!!!!।
পারভেজ:বলো না তুলি ,
আমরা কি পারি না একটা পুতুল সন্তান আনতে আমাদের এই ছোট্ট ঘরে ।
আমি: দেখুন—
,
চলবে…

No comments

info.kroyhouse24@gmail.com