নিয়তি । পর্ব - ০১


নিজের নরম কোমল বিছানায় আরামে ঘুমোচ্ছে রাত্রী। বর্তমানে ১০ বেজে ২৯ মিনিট,কিন্তু তার উঠার নাম গন্ধ ও নেই।তাই তো মুন সেই কখন থেকে ডেকে চলেছে তাকে।পুরো ২৪ মিনিট ডাকার পর তার মাথায় এল রুম গুলো তো সাউন্ড প্রুফ আার তর কাছে চাবি আছে সে তো খুব সহজেই রুমে ঢুকতে পারে। যেই ভাবা সেই কাজ,সে চাবি এনে দরজা খুলে রাত্রীর উপর পুরো ১ মগ পানি ঢালল।রাত্রী তো লাফ দিয়ে উঠে ড্যাব ড্যাব করে তাকিয়ে আছে মুনের দিকে।

- আমাকে ডাক না দিয়ে পানি ঢাললি কেন?।।রাত্রী
- দরজার বাইরে দাঁড়িয়ে অনেক্ষণ ডেকেছি।।মুন
- বাইরে থেকে ডাকলে আমি শুনব কিভাবে?।।রাত্রী
- এসব বাদ দে, তুইজানিস কয়টা বাজে?।।মুন
- মনে হয় ৮টাও বাজে নি।।রাত্রী
- ঘরি দেখ।।মুন
রাত্রী নিজের এলার্ম ক্লক হাতে নিয়ে দেখল সেটা বন্ধ।
- কি কয়টা বাজে।।মুন
- ঘরি বন্ধ।।রাত্রী
- ১০ টার উপরে বাজে।।মুন
- কিকিকিকইইইইইইইইইইইইই।।রাত্রী
- জি।।মুন
- আম্মু কি কল করেছিল?।।রাত্রী
- জি।।মুন
- কি বলেছিস।।রাত্রী
- বলেছি তুই পরে পরে ঘুমোচ্ছিস।।মুন
- নাআআআআআআআআ,দাঁড়া তোকে আমি......।।রাত্রী
এরপর রাত্রী মুনের পিছনে পরল তাকে মারার জন্য,আসলে তার ২জন বেস্ট ফ্রেন্ড,
২জনই কলেজ ১ম বর্ষের ছাত্রী,তাদের আসল বাড়ি সিলেটে,কিন্তু তারা থাকে ঢাকায়,
তারা আজকে দুপুরের মধ্যে সিলেটে থাকার কথা ছিল কিন্তু তারা কেউ রেডি না।
আর আমাদের গল্পের নায়িকা কে সেটা আপনারা নিজেই বুঝে নিন।
.
২জনেই পৌঁছে গেছে রাত্রীর বাবার বাসায়।
তারা যখন গেট দিয়ে ভিতরে ঢুকল তখনই দেখতে পেল ইআআআ বড় ২ টা স্টেজ।
১টা কনের ১টা বড়ের।স্টেজ দেখে রাত্রী অনেকটাই খুশি হল।ওরা ভিতরে ঢুকেই দেখল...
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url